বাংলাহান্ট ডেস্ক : মহাশিবরাত্রি। এই দিনেই মিলন হয়েছিল দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সেই কারণেই এই দিনটিকে বিশেষ একটি উৎসব হিসেবে পালন করা হয়। প্রত্যেক বছরের মত এই বছরেও ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালন করা হবে। ২০২৫ সালে মহাশিবরাত্রি (Maha Shivratri 2025) পড়েছে ২৬ ফেব্রুয়ারি।
আরোও পড়ুন : “টপার” মেগায় দুর্ধর্ষ ভিলেন, লম্বা বিরতি শেষে জি বাংলার আসন্ন সিরিয়ালে “ধামাকা” এন্ট্রি নায়িকার
এইদিন আপনি চাইলেই আপনার উপর বর্ষিত হবে ভোলেনাথের আশীর্বাদ। তবে, তার জন্য কিন্তু আপনাকে শিবরাত্রির দিন বিশেষ পুজোর আয়োজন করতে হবে। মহাশিবরাত্রির দিন (Maha Shivratri 2025) উপোস করলে একদিকে যেমন সমস্তরকম পাপের হাত থেকে মুক্তি পাওয়া যায়, ঠিক তেমনভাবে অন্যদিকে বৃদ্ধি পায় সুখ-সমৃদ্ধি। এখন,কীভাবে শিবরাত্রির পুজো করতে হবে সেটি জেনে নেওয়া দরকার।
শিবরাত্রির পুজোর (Maha Shivratri 2025) নিয়ম :
১) সকালে উঠেই স্নান করে শুদ্ধ পোশাক পরতে হবে। তারপর উপবাসের সংকল্প নিন।
২) শিবলিঙ্গে নিবেদন করতে হবে গঙ্গাজল, দুধ, মধু, দই ও ঘি।
৩) দেবাদিদেবের পুজোয় বেল পাতা ব্যবহার করা ভালো। তবে বেলপাতার পিছনের অংশ যেন শিবলিঙ্গে না লাগে, সেদিকে খেয়াল রাখুন।
৪) ধূপ-দীপ জ্বালিয়ে প্রসাদ নিবেদন করার পাশাপাশি ফল, মিষ্টি ও পাঁচ রকমের শস্য দিতে পারেন।
৫) শিবরাত্রির দিন জপ করুন “ওঁ নমঃ শিবায়” বা “মহামৃত্যুঞ্জয় মন্ত্র”।
৬) মহাশিবরাত্রিতে (Maha Shivratri 2025) রাত জেগে শিবচর্চা করলে দুর্দান্ত ফল পাবেন।
৭) পরদিন সকালবেলা ব্রত সমাপন হলে অবশ্যই দান করুন।
মহাশিবরাত্রির (Maha Shivratri 2025) দিন সম্পূর্ণ উপোস করতে পারলে সবচেয়ে ভালো ফল পাবেন। ইচ্ছে হলে দুধ, ফল বা সরবত খেতে পারেন। আসলে মহাশিবরাত্রি (Maha Shivratri 2025) শুধুমাত্র উপবাস ও পূজার তিথি নয়, এটি হলো মানুষের আত্মশুদ্ধির সবথেকে বড় উপায়। তবে, একটা কথা মনে রাখবেন, গ্যাস, ডায়াবেটিস, প্রেশারের সমস্যা থাকলে কখনোই খালি পেটে থাকা উচিত নয়।