বাংলাহান্ট ডেস্ক: ‘ওহ মাই গড ২’ (OMG 2) মুক্তির দিন যত এগিয়ে আসছে ততই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠছে। অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত ‘ওএমজি’ সিরিজের প্রথম ছবিটির ব্যাপক সাফল্যের পর এবার মুক্তি পেতে চলেছে সিক্যুয়েল। কিন্তু দ্বিতীয় ছবিটির সঙ্গে ইতিমধ্যেই জড়িয়ে গিয়েছে একাধিক বিতর্ক। এমনকি ছবির মুক্তিতেও দেখা দিয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন।
চলতি মাসেই মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ওএমজি ২’। আগের বারের মতোই এবারেও মুখ্য ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার। তবে অপর মুখ্য চরিত্রে পরেশ রাওয়ালের বদলে এসেছেন পঙ্কজ ত্রিপাঠী। প্রথম ছবিতে কৃষ্ণ সাজার পর দ্বিতীয় ছবিতে শিবের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। কিন্তু ছবির একাধিক দৃশ্য নিয়েই বেঁধেছে গণ্ডগোল।
এবার উজ্জয়িনীর মহাকাল মন্দিরের পুরোহিত মুখ খুললেন এই ছবির বিরুদ্ধে। মন্দির চত্বরে শুট করা একাধিক দৃশ্য ছবি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এই মর্মে নির্মাতাদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। অন্যথায় আদালতের দ্বারস্থ হওয়ারও হুমকি দিয়েছেন মন্দিরের পুরোহিত।
মহেশ শর্মা নামে মহাকাল মন্দিরের ওই পুরোহিত বলেন, ‘ওএমজি ২’ ছবিতে বেশ কিছু আপত্তিজনক দৃশ্য থাকার কথা জানতে পেরে প্রথম থেকেই ছবির বিরোধিতা করছিলেন তারা। সফলও হয়েছিলেন পুরোহিতরা। ছবিতে ২০ টা দৃশ্যে কাটছাঁটের পর সেন্সর বোর্ডের তরফে ‘A’ সার্টিফিকেট দেওয়া হয়।
এবার পুরোহিতদের তরফে দাবি করা হয়েছে, মহাকাল মন্দির, মহাদেব এবং মন্দির চত্বর সংক্রান্ত সমস্ত দৃশ্য যেন ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ছবি নির্মাতাদের ইতিমধ্যেই আইনি নোটিশ পাঠানো হয়েছে। এরপরেও দাবি মানা হলে মামলা দায়ের করা হবে নির্মাতাদের বিরুদ্ধে। পাশাপাশি দরকার হলে গোটা দেশে ছবিটির প্রদর্শন নিষিদ্ধ করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়ে দিয়েছেন ওই পুরোহিত।
প্রসঙ্গত, এর আগে ওএমজি ২ এর ‘A’ সার্টিফিকেট নিয়েও আপত্তি প্রকাশ করেছিলেন নির্মাতারা। সমস্ত বয়সের মানুষ যেন ছবিটা দেখতে পায়, এমনটাই দাবি তাদের। পাশাপাশি ছবির প্রচারের কাজও অনেকটাই বাকি রয়েছে। তবে বিতর্ক নিয়ে কোনো মন্তব্যই এখনো পর্যন্ত করেননি অক্ষয়।