কাশ্মীরের পর এবার প্রয়াগরাজ! বাংলা সিরিয়ালে প্রথম বার “মহাকুম্ভ”, নয়া রেকর্ড গড়ছে জি বাংলা

বাংলাহান্ট ডেস্ক : আগের থেকে সিরিয়ালে (Serial) অনেক কিছু বদল হলেও দর্শকদের আকর্ষণ রয়ে গিয়েছে একই রকম। প্রতিদিন কাজের শেষে অধিকাংশ মানুষই খোঁজ করে সরল, মনকাড়া বিনোদনের। আর সেজন্যই দর্শকদের সামনে নানান গল্পের ঝুড়ি নিয়ে হাজির হয় নির্মাতারা। বিভিন্ন সিরিয়ালে হরেক রকমের ধারাবাহিক (Serial)। তাদের মধ্যেও আবার চলে সেরা হওয়ার লড়াই।

ফের নতুন রেকর্ড জি বাংলার সিরিয়ালে (Serial)

দর্শকদের নজর কেড়ে নিয়ে কে কত বেশি টিআরপি তুলতে পারে তার টক্কর চলছে সর্বক্ষণ। এর জন্য মাথা খাটিয়ে নানান উপায় বের করেন নির্মাতারা। কিছুদিন আগেই জি বাংলার আসন্ন সিরিয়াল (Serial) ‘চিরদিনই তুমি যে আমার’ এক বড় চমক দিয়েছে। শুরু হওয়ার আগেই প্রোমো শুটের জন্য বরফে ঢাকা কাশ্মীরে পাড়ি দিয়েছিল সিরিয়ালের (Serial) টিম।

Mahakumbh special episode to come in this serial

আগেও এসেছে চমক: এখানেই শেষ নয়। প্রোমোতে দেখা যায়, দিতিপ্রিয়ার পাহাড়ে গিয়ে বরফের গোলা খাওয়ার স্বপ্ন পূরণ করতে নিয়ে যায় জিতু। বরফের উপরে স্নো বাইক রাইড করতেও দেখা যায় দুজনকে। জানা গিয়েছে, মাত্র একটি শটের (Serial) জন্য ব্যবহৃত এই বিশেষ বাইকের পেছনে প্রায় ৩২ লক্ষ টাকা খরচ করেছেন নির্মাতারা। এবার ফের এক বড় চমক দিতে চলেছেন জি বাংলা কর্তৃপক্ষ।

আরো পড়ুন : ফের উঠবে TRP-র ঝড়, “বেঙ্গল টপার” হতে এবারের শ্বশুরের প্রেমিকার এন্ট্রি জি এর সিরিয়াল!

কী ঘটবে সিরিয়ালে: এই প্রথম বার বাংলা সিরিয়ালে (Serial) উঠে আসছে মহাকুম্ভ। ২০২৫ এর অন্যতম বড় আকর্ষণ নিঃসন্দেহে মহাকুম্ভ, যা দীর্ঘ ১৪৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে। এখনো পর্যন্ত কোটি কোটি মানুষ পুণ্যস্নান করেছে সঙ্গমে। বর্তমানে অন্যতম আলোচ্য বিষয় এটাই। আর এবার বাস্তবের সঙ্গে সিরিয়ালের (Serial) গল্প আরো একটু মিল খাওয়াতে ধারাবাহিকেই উঠে আসছে মহাকুম্ভ। ‘পরিণীতা’ সিরিয়ালে ঘটতে চলেছে এই ঘটনা।

আরো পড়ুন : “আমরণ অনশনে” ডাক্তারি পড়ুয়ারা, বাস্তবের ছায়া পড়ল জি এর জনপ্রিয় মেগার গল্পে?

তবে মহাকুম্ভ স্পেশ্যাল পর্বের জন্য সিরিয়ালের (Serial) টিম উত্তরপ্রদেশ যাচ্ছেন না। মহাকুম্ভের আদলে তৈরি হয়েছে একটি সেট। আপাতত সেটারই কাজ চলছে বলে খবর। যদিও এ বিষয়ে চ্যানেল বা সিরিয়াল কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে। তবে একথা বলা বাহুল্য যে এমন একটি পর্ব বাংলা সিরিয়ালে একেবারেই নতুন হতে চলেছে। বিগত ছয় সপ্তাহ ধরে পরিণীতা বাংলা সেরা হচ্ছে। মহাকুম্ভ দেখানো হলে নম্বর আরো বাড়বে বলেই আশাবাদী দর্শকরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর