বাংলা হান্ট ডেস্ক : রেডিও টিভির পর এবারের মহালয়ায় নতুন সংযোজন ওটিটি প্লাটফর্ম হইচই -এর মহালয়া (Mahalaya)। আগামী ২ অক্টোবর ওয়েব সিরিজের (Web Series) কায়দায় সম্প্রচারিত হবে এই মহিষাসুরমর্দিনী। এবার এই প্রথম OTT প্ল্যাটফর্মে আসছে মহালয়া (Mahalaya)। এখানেই এবার দুর্গতিনাশিনী রূপে ধরা দেবেন রাজনন্দিনী পাল (Rajnandini Paul)। টেলিভিশনের পর্দায় ত্রিশূল হাতে কোয়েল-শুভশ্রীকে টেক্কা দিতে ওটিটি প্লাটফর্মে একেবারে নতুন রূপে তৈরী রাজনন্দিনী।
এই প্রথম OTT প্ল্যাটফর্মে আসছে মহালয়া (Mahalaya)
এবছর OTT প্ল্যাটফর্মের এই মহালয়া (Mahalaya) পরিচালনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন মুখোপাধ্যায়। টেলিভিশনের পর্দায় বাংলা সিরিয়ালের নায়িকাদের দুর্গা সাজার ভিড়ে এবার এই প্রথম ওটিটি প্ল্যাটফর্মেও ওয়েব সিরিজের আকারে দেখানো হবে মহিষাসুরমর্দিনীর গল্প। সেখানে উঠে আসবে দেবীর বিভিন্ন রূপের বিভিন্ন গাথা। দেখা যাবে বিভিন্ন গল্প। ফুটিয়ে তোলা হবে মহাদেবের তাণ্ডব নৃত্যের পর সতীর দেহ খন্ড-বিখন্ড করার গল্প।
মূলত রাজ্যের এই অস্থির পরিস্থিতিতে এবছর এই ওটিটি প্লাটফর্মে সম্প্রচারিত মহালয়ার মূল আকর্ষণই হবে দুষ্টের দমন সৃষ্টির পালনের কাহিনী। তবে মহালয়ার ভোরে আজও বাঙালির ঘুম ভাঙে ভোরবেলায় রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শুনেই। আর মহালয়া মানেই শুভ সূচনা হয় দেবীপক্ষের।
আরও পড়ুন : সিরিয়ালের মতোই লড়াকু বাস্তব জীবনেও! ‘বেচারি ‘ তকমা নাপসন্দ আলোকপর্ণা পল্লবীর
তবে সময়ের সাথে এখন টেলিভিশনে সম্প্রচারিত মহালয়ার মধ্যে এসেছে অনেক পরিবর্তন। মহালয়াতেও এসেছে গ্রাফিক্সের ছোঁয়া। কিন্তু আজও দর্শকদের কাজ চোখে লেগে রয়েছে দূরদর্শনের পর্দায় সম্প্রচারিত সংযুক্ত বন্দ্যোপাধ্যায়ের মহালয়ার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নতুন সংযোজন হতে চলেছে ওটিটি প্লাটফর্মে রাজনন্দিনী অভিনীত মহালয়া।
তবে রাজনন্দিনীর এই অভিনব মহিষাসুরমর্দিনীতে তাঁর সাথে আর কারা অভিনয় করবেন তা জানা যায়নি এখনও। এমনিতে রাজনন্দিনী বাংলা ওয়েব সিরিজের জগতের অতি পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি নাচেও দারুণ পারদর্শী তিনি। এক্ষেত্রে রাজনন্দিনী পেয়েছেন তাঁর মা ইন্দ্রানী দত্তের মতোই বিশেষ গুণ।