মহালয়ার সকালে কী ফের ঝেঁপে বৃষ্টি? প্ল্যান করার আগেই জেনে নিন আবহাওয়া দপ্তরের আগাম আপডেট

বাংলা হান্ট ডেস্ক: শনিবার মহালয়া। পুজোর আর হাতে গোনা কয়েকদিন। বেশ কিছুদিন চলেছে গরম-বৃষ্টির ডবল ডোজ। তবে আপাতত শান্ত আবহাওয়া। বৃষ্টির দাপট কমায় শপিং এ ব্যস্ত সকলে। পুজোর আমেজে মেতে উঠেছে বঙ্গবাসী। উত্তরবঙ্গে মেঘের আনাগোনা থাকলেও দক্ষিণবঙ্গে আজ সকাল থেকে ঝলমলে আকাশ। মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া? জানুন আগাম আপডেট।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টি-অসুরের দেখা না মেলার সম্ভাবনাই প্রবল। তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গে।

   

গত দু-তিন দিন থেকে দক্ষিণবঙ্গে সেরম বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর আপাতত দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। কিছুটা বাড়বে তাপমাত্রা। যদিও উত্তরবঙ্গে হালকা বৃষ্টি চলবে। ওদিকে ১০ থেকে ১৬ তারিখ অবধি কলকাতায় বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম ED-র মুখোমুখি অভিষেক পত্নী রুজিরা! কী নিয়ে হচ্ছে জিজ্ঞাসাবাদ?

মহালয়ার দিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বলেই পূর্বাভাস। শনিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

weather final

আরও পড়ুন: বৃহস্পতি থেকেই ফের বৃষ্টি? আজ কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া? জানাল আবহাওয়া দপ্তর

আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টি জারি থাকবে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর