টেস্ট ক্রিকেট অবসর নিচ্ছেন পাকিস্তানের তারকা পেসার মহম্মদ আমির।

বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তানের তারকা পেসার মহম্মদ আমিরকে ক্রিকেট প্রেমীরা অনায়াসেই চেনে।  দেশের জার্সিতে ৩৬টি টেস্ট খেলেছেন আমির। পেয়েছেন ১১৯টি উইকেট। কিন্তু হঠাৎ ই বড় সিদ্ধান্ত। টেস্ট ক্রিকেটে দেশের জার্সিতে আর খেলবেন না ২৭ বছর বয়সী এই খেলোয়াড়।হঠাৎ কেন এমন সিদ্ধান্ত তা নিয়ে চলছে নানা মুনির নানা মত।

আমির জানিয়েছেন, “দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা আমার কাছে স্বপ্নের মতো। ছোট থেকে সেই স্বপ্নটা দেখতাম। টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে সাদা বলের ক্রিকেটে মনোনিবেশ করতে চাই। সামনের বছর টি-২০ বিশ্বকাপে ভাল পারফর্ম করতে চাই।”

সদ্যসমাপ্ত বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেট পেয়েছেন আমির। তাঁর জায়গায় এবার কে পাকিস্তান পেস অ্যাটাক নেতৃত্ব দেবেন, তা নিয়ে চিন্তায় পড়েছে পাকিস্থান ক্রিকেট বোর্ড। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ এর আগে এমন একটা সিদ্ধান্তে মাথায় হাত পড়েছে পাকিস্তানের নির্বাচকদের। কারণ, তাকে রেখেই দল সাজিয়েছিল পাকিস্তান। এবার তার দায়িত্ব কাকে দাওয়া যায় সেই নিয়ে জল্পনা তুঙ্গে পাকিস্থান ক্রিকেট মহলে।

সম্পর্কিত খবর