বাংলা হান্ট ডেস্ক : ভিসা সম্পর্কিত সমস্যায় পরলেন ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি।ভিসার জন্য আবেদন করেছিলেন তিনি। কিন্তু, জানা গিয়েছে, মার্কিন দূতাবাস শামির ভিসার আবেদন খারিজ করে দেয়। এর পর এই সম্যয় এগিয়ে আসেন বিসিসিআই-এর সিইও রাহুল জোহরি। তাঁর হস্তক্ষেপে বর্তমানে ভিসার সমস্যা মিটেছে তার।
শামির ভিসার আবেদন বাতিল হওয়ার পেছনে কারণ হিসেবে জানা গিয়েছে, শামির পুলিস রেকর্ড সম্পূর্ণ পরিষ্কার ছিল না। শামির স্ত্রী হাসিন জাহান তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ অনে। যার মধ্যে গার্হস্থ্য হিংসা, বধূ নির্যাতনসহ একাধিক গুরুতর অভিযোগ সামিল ছিল এবং এর জন্য ই পুলিশ রেকর্ড-এর ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছিল ভারতীয় পেসারকে। পুলিসের কাছে শামির নামে এফআইআর করেছিলেন তার স্ত্রী। ২০১৮-তেই শামির চারিত্রিক দোষ-ত্রুটির কথা প্রকাশ্যে এনে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন হাসিন। সেই মামলা এখনও আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে।এবং এইসবের কারণেই ভিসা জনিত সমস্যা হয় তার।
শেষমেষ রাহুল জোহরি মার্কন দূতাবাসে শামির দেশের প্রতি অবদানের কথা লিখে চিঠি পাঠান। ভারতীয় দলের হয়ে শামির বিশ্বকাপে অংশগ্রহণের কথাও লেখা হয় সেই চিঠিতে। এছাড়া ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয় মার্কিন দূতাবাসে। অবশেষে সমস্যার সমাধান হয়।