বাসন্তী শাড়িতে সরস্বতী আরাধনা করছেন সামির মেয়ে, ভগবান তোমার মঙ্গল করুক, গর্বিত বাবা।

সরস্বতী পুজোর দিনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের একেবারে শেষ ওভারে মাত্র 9 রান ডিফেন্ড করে ভারতীয় দলকে নাটকীয় জয় এনে দিয়েছেন মহম্মদ সামি। শেষ ওভারে তার দুরন্ত বোলিংই এইদিন জয় তুলে নিয়েছে ভারতীয় দল। বলা ভালো এই দিন একা হাতে ম্যাচে রং বদলে দিয়েছেন মহম্মদ সামি। আর সেই দিনই লাল পাড় হলুদ শাড়ি পড়ে সরস্বতী বন্দনায় সামিল হয়েছেন মহম্মদ সামির মেয়ে। সেই ছবি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছেন বাবা মহম্মদ সামি।

পিছনে বাগদেবী মা স্বরসতী এবং সামনে দাঁড়িয়ে রয়েছেন মহম্মদ সামির মেয়ে আইরা সামি। সেই সঙ্গে আইরার পরনে রয়েছে লাল পার হলুদ শাড়ি। আর নিজের মেয়ের এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মহম্মদ সামি।

214339137a6177915f61e3210557902192c2ee495

মেয়ের সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বাবা সামি লিখেছেন “দারুন লাগছে বেটা, ভগবান তোমার মঙ্গল করুক।” স্বামীর এই ছবি শেয়ার করার পরে রীতিমতো ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে মহম্মদ সামির অনুগামীরা শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছেন তার মেয়েকে। কেউ লিখেছেন দারুন লাগছে, আবার কেউ লিখেছেন পরির মতো লাগছে, তো অনেকে আবার সরস্বতী পুজোর শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সামিকে।

Udayan Biswas

সম্পর্কিত খবর