অস্ট্রেলিয়ায় অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়ে প্রথম ভারতীয় হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন মহম্মদ সিরাজ

বাংলা হান্ট ডেস্কঃ সদ্য পিতৃহারা হয়েছেন মহম্মদ সিরাজ (Madammad siraj)। অস্ট্রেলিয়া সফর চলাকালীন বাবাকে হারিয়েছেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ (Madammad siraj)। তবে বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে দেশে ফিরে যাননি তিনি বরং বাবার লড়াইকে সম্মান জানাতে এবং বাবার স্বপ্ন পূরণ করার জন্য অস্ট্রেলিয়াতেই থেকে গিয়েছেন মহম্মদ সিরাজ।

মহম্মদ সিরাজের বাবার স্বপ্ন ছিল ছেলে একদিন দেশের হয়ে খেলবে। আর সেই কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার জন্য বাবার মৃত্যুর পরও অস্ট্রেলিয়াতেই থেকে গিয়েছিলেন মহম্মদ সিরাজ। আর দেশের জার্সি পড়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নেমেই অনন্য নজির করে ফেললেন মহম্মদ সিরাজ। প্রথম ভারতীয় বোলার হিসেবে অভিষেক ম্যাচেই অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন মহম্মদ সিরাজ।

https://twitter.com/ESPNcricinfo/status/1343730451790237697?s=20

শেষ 50 বছরে অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক ম্যাচে পাঁচ কিংবা তার থেকে বেশি উইকেট নিয়েছেন মাত্র চারজন বোলার। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের ফিলিপ ডেফ্রিটাস, এলেক্স টুডো এছাড়াও শ্রীলংকার লাসিথ মালিঙ্গার রয়েছে কৃতি। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন ভারতের মহম্মদ সিরাজ। তবে সিরাজের এই পাঁচ উইকেট নেওয়া ভারতীয় দলের কাছে আরও বেশি স্মরণীয় কারণ চোটের কারণে ভারতীয় পেসার মোহাম্মদ সামি আগেই ছিটকে গিয়েছেন। এছাড়াও এই ম্যাচে খেলা উমেশ যাদব মাত্র তিন ওভার বল করে চোটের কারণে বেরিয়ে গিয়েছিলেন তিনি আর বল করতে পারেন নি। অর্থাৎ ভারতীয় পেস বোলিংয়ের পুরো দায়িত্ব এসে পড়েছিল জাসপ্রিত বুমরাহ এবং মহম্মদ সিরাজের কাঁধে। আর অভিষেক টেস্ট ম্যাচে খেলতে নেমেই এমন বড় দায়িত্ব সুন্দরভাবে পালন করলেন মহম্মদ সিরাজ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর