নতুন ২ ‘মহানায়ক’ পেল বাংলা! এবার কাদের সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী? প্রকাশ্যে নাম

বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক বছরের মতো এবারও ২৪ জুলাই উত্তম কুমার স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মহানায়কের মৃত্যুবার্ষিকীর দিন টলিপাড়ার দুই তারকাকে ‘মহানায়ক’ সম্মানে (Mahanayak Samman 2024) ভূষিত করা হল। সেই সঙ্গেই কলকাতা ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল নিয়েও হয়ে গেল বড় ঘোষণা। চলচ্চিত্র উৎসব কবে থেকে শুরু হবে? কতদিন চলবে? বুধবার সেকথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বাংলার নতুন ‘মহানায়ক’ (Mahanayak Samman 2024) হলেন কারা?

গতকাল ধনধান্য অডিটোরিয়ামে উত্তম কুমার স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে মমতা জানান, চলতি বছর ৪ ডিসেম্বর থেকে শুরু হবে কলকাতা ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিফ্যাল (Kolkata International Film Festival), চলবে ১১ ডিসেম্বর অবধি। সেই সঙ্গেই রাজ চক্রবর্তীর পর চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন হিসেবে পরিচালক গৌতম ঘোষের নাম ঘোষণা করা হয়েছে। সহ চেয়ারপার্সন হিসেবে থাকবেন ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

   

এদিন বাংলা সিনেদুনিয়ায় বুম্বাদার অবদান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই বিগত চার দশকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তাঁকে সম্মানিতও করা হয়। উত্তম স্মরণ অনুষ্ঠানে বিশেষ চলচ্চিত্র সম্মান পেয়েছেন অম্বরীশ ভট্টাচার্য, শুভাশিস মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র। অন্যদিকে ‘মহানায়ক’ সম্মানে ভূষিত হয়েছেন অভিনেত্রী-সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) এবং গায়ক নচিকেতা চক্রবর্তী।

আরও পড়ুনঃ মিথ্যে দিয়ে শুরু প্রেম! শ্যামৌপ্তির মন ভাঙল নীল, রইল ‘অমর সঙ্গী’র হাতেগরম প্রোমো

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘প্রত্যেকবার আমি এই দিনটা উত্তম কুমারের জন্য উৎসর্গ করি। ওনাকে চোখে দেখতে পারিনি। আমি তখন তৃতীয় অথবা চতুর্থ শ্রেণিতে পড়ি। মায়ের সঙ্গে যেতাম। উত্তম কুমারের সঙ্গে বাংলার আইডেন্টিটির সম্পর্ক। কখনও আইনডেন্টিটি নষ্ট করতে নেই’।

Mahanayak Samman 2024 Rachana Banerjee Nachiketa Chakraborty

উল্লেখ্য, ‘মহানায়ক’ সম্মানে (Mahanayak Samman 2024) ভূষিত রচনা বন্দ্যোপাধ্যায় এবারের লোকসভা ভোটের আগে রাজনীতির ময়দানে পা রেখেছেন। হুগলি থেকে জিতে সাংসদ হয়েছেন তিনি। এবার তাঁর মুকুটেই জুড়ল নয়া পালক। বিগত কয়েক দশক ধরে অভিনয় জগতে তাঁর অবদানের জন্য ‘মহানায়ক’ সম্মানে ভূষিত করা হল রচনাকে। অন্যদিকে বিখ্যাত সঙ্গীতশিল্পী নচিকেতাকেও তাঁর অবদানের জন্য সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর