বিসিসিআই প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করলেন মহারাজ।

সদ্য বিসিসিআই প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণ করছেন সৌরভ গাঙ্গুলি। আর দায়িত্ব নেওয়ার পরই কোনরকম সময় নষ্ট না করে প্রথম দিন থেকেই কাজে নেমে পড়েছেন দাদা। দায়িত্ব নেওয়ার পরেই তিনি নির্বাচকদের সাথে বৈঠক করেছেন। আর তার পরেই ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এবং সহ অধিনায়ক রোহিত শর্মার সাথে বৈঠক করেছেন মহারাজ।

আর এবার প্রথম শ্রেণীর ক্রিকেটের উন্নয়নের জন্য একটি বিশেষ পদক্ষেপ নিয়ে ফেললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। সৌরভ গাঙ্গুলী ঠিক করেছেন যে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করবেন অর্থাৎ আগে তারা যে পরিমাণ বেতন পেতেন এখন থেকে সেই বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এই বিষয়ে তিনি ভারতীয় বোর্ডের অন্যান্য প্রশাসক এবং অধিনায়ক বিরাট কোহলির সাথে স্বল্প আলোচনা সেরে ফেলেছেন।

saurav ganguly 1

দাদা জানিয়েছেন যে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যান্য সকল প্রশাসক এবং ভারতের অধিনায়ক বিরাট কোহলি সহ বিভিন্ন সিনিয়র ক্রিকেটারদের সাথে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ সকলের সাথে আলোচনা করার মধ্য দিয়েই ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন সৌরভ গাঙ্গুলি।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী মনে করেন যে ভারতীয় দলের জাতীয় ক্রিকেটারদের সাথে ঘরোয়া ক্রিকেটারদের বেতন এর পার্থক্য বিস্তর। আর তাই তিনি তাদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন। আগে ম্যাচ চলাকালীন ঘরোয়া ক্রিকেটাররা প্রতিদিন পেতেন 35 হাজার টাকা এখন সৌরভ গাঙ্গুলি সেটা বাড়িয়ে করে দিলেন 50 হাজার টাকা। দাদা মনে করেন এতে ঘরোয়া ক্রিকেটের আরও উন্নয়ন ঘটবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর