প্রতিমাসে ১০ হাজার! মহিলাদের পর এবার পুরুষদেরও খুলবে কপাল, দুর্দান্ত প্রকল্প এই সরকারের

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প (Government Scheme) রয়েছে দেশের মহিলাদের জন্য। প্রকল্পগুলির (Government Scheme) মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয় মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে। তবে মহিলাদের পর এবার সরকার নতুন উদ্যোগ নিল পুরুষদের জন্য।

পুরুষদের জন্য সরকারি প্রকল্প (Government Scheme)

রাজ্যের পুরুষদের জন্য ‘লাডলা ভাই যোজনা’ (Ladla Bhai Yojana) চালু করা হয়েছে সরকারের তরফে। এই প্রকল্পের আওতায় যুবকদের প্রতি মাসে দেওয়া হবে ১০ হাজার টাকা করে। সরকারের এই ঘোষণার পরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত রাজ্যের পুরুষরা। সরকার বলছে নারী ও পুরুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করার উদ্দেশ্যেই এই প্রকল্প (Government Scheme) চালু করা হল।

   

আরোও পড়ুন : বিনিয়োগ করতে হবে না এক পয়সাও! তবুও আপনিই হবেন কোটি টাকার মালিক! জানা আছে এই ফর্মুলা?

‘লাডলা ভাই যোজনা’ শুরু করেছে মহারাষ্ট্র (Maharashtra) সরকার। এই প্রকল্প সম্পর্কে বলতে গিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, পুরুষ ও নারীর মধ্যে কোনও ভেদাভেদ করে না সরকার। সরকারের এই প্রকল্পের মাধ্যমে সমাধান করা যাবে বেকারত্বের। কারখানার শিক্ষানবিশ যুবকেরা আর্থিক সাহায্য লাভ করবেন এই প্রকল্পের মাধ্যমে।

আরোও পড়ুন : সুবর্ণ সুযোগ! মাধ্যমিক পাশেই মিলবে রেলের চাকরি! নিয়োগ হবে এই পদে, অ্যাপ্লাই না করলেই বড় লস

‘লাডলা ভাই যোজনা’র অধীনে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ যুবকদের প্রতি মাসে ৬০০০ টাকা, ডিপ্লোমা উত্তীর্ণ যুবকদের প্রতি মাসে ৮০০০ টাকা ও স্নাতক উত্তীর্ণ যুবকদের প্রতি মাসে ১০ হাজার টাকা (Indian Rupees) প্রদান করা হবে। বিধানসভায় বাজেট পেশের সময় মহারাষ্ট্র সরকার  ‘লাডলি বহেন’ প্রকল্পের ঘোষণা করে।

60,000 pension will be available by investing in this government scheme

‘লাডলি বহেন স্কিম’ ঘোষণার পর মহারাষ্ট্র বিধানসভায় শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে প্রশ্ন তোলেন সরকার পুরুষদের জন্য কী ভাবছে? রাজ্যে বহু যুবক বেকার। তাদের জন্য কি আদৌ সরকার চিন্তিত? তারপরই মহারাষ্ট্র সরকার বেকার যুবকদের জন্য ঘোষণা করল ‘লাডলা ভাই’ প্রকল্পের।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর