মমতার কথাতেই শিলমোহর মহারাষ্ট্রে, বরখাস্ত করা হবে না নবাব মালিককে

বাংলাহান্ট ডেস্ক : গতকালই দাউদ ইব্রাহিমের সঙ্গে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে মহারাষ্ট্রের এনসিপি নেতা নবাব মালিককে গ্রেপ্তার করে ইডি। এরপরই তাঁকে পদ থেকে বহিস্কারের জল্পনায় তোলপাড় হয়ে ওঠে গোটা দেশ। কিন্তু শেষমেষ বাংলার মুখ্যমন্ত্রীর কথাতেই শিলমোহর পড়ল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শেই সায় দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মমতার পরামর্শ মেনে এখনই পদত্যাগ বা বহিষ্কার করতে হচ্ছে না নবাব মালিককে।

গতকালই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, ইডির অতিসক্রিয়তা নিয়ে বিরক্ত প্রকাশ করে শরদ পওয়ারকে সবরকম ভাবে সহায়তার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী ফোনে তাঁকে বলেন, ‘কোনও কিছু হলেই এরা ইডি লেলিয়ে দিচ্ছে। এতদিন আমাদের এসব ফেস করতে হয়েছে। এবার আপনাদেরও ফেস করতে হবে।’ এদিন পওয়ারকে ঐক্যবদ্ধ প্রতিবাদেরও আহ্বান জানান মমতা। সেই সঙ্গে নবাব মালিককে মন্ত্রীপদ থেকে না সরানোর পরামর্শও দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী এই অনুরোধের ভিত্তিতেই গতকাল একাধিক বৈঠক সারে মহারাষ্ট্র সরকারের তিন শরিক দল। উদ্ধব ঠাকরে আলাদা বৈঠক করেন শরদ পওয়ারের সঙ্গেও। এরপরই চুড়ান্ত সিদ্ধান্ত হয় যে কিছুতেই বরখাস্ত করা হবে না নবান মালিককে। এমনকি তিনি ইস্তফাপত্র জমা দিলেও তা গ্রহণ করা হবে না।

পুরো ব্যাপারটিকেই বিজেপির চক্রান্ত বলে দেখছে মহারাষ্ট্র সরকারের তিন শরিক দল। সেরাজ্যের আর এক এনসিপি নেতা তথা মন্ত্রী ছগন ভুজবল জানিয়েছেন, ‘নবাব মালিককে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তিন শরিক দলই ঠিক করেছি বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়ব’। তাঁদের সাফ কথা মহারাষ্ট্রে মহা বিকাশ আগোড়ির জোটকে চাপে ফেলতেই একের পর এক কেন্দ্রীয় নিয়ন্ত্রনাধীন সংস্থাগুলিকে কাজে লাগাচ্ছে বিজেপি।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর