বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের রাজনীতিতে আজকের দিন খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যের ১৪ হাজার ২৩৪ টি গ্রাম পঞ্চায়েতের ১২ হাজার ৭১১ টি আসনে ১৫ জানুয়ারি হওয়ার নির্বাচনের গণনা চলছে আজ। বাকি ১ হাজার ৫২৩ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে প্রার্থীরা।
এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, শিবসেনা আর বিজেপির মধ্যে লড়াই জমে উঠেছে। আপাতত শিবসেনা ৩২৩ টি আসনে এগিয়ে আছে। আর বিজেপি ২৬১ টি আসনে এগিয়ে আছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বে ১৫ মাস ক্ষমতায় আসা শিবসেনা-কংগ্রেস আর NCP এর জোট সরকারের সামনে এটাই প্রথম বড় নির্বাচন। সমস্ত রাষ্ট্রীয় দল, রাজ্যের দল, আঞ্চলিক দল আর স্থানীয় দল ছাড়াও নির্দলীয় প্রার্থীরা এই নির্বাচনে নিজেদের ভাগ্য পরীক্ষা করছেন।
গত বছর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে রাজ্যে ১ হাজার ৫৬৬ টি গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে ১৭ মার্চ ২০২০ তে নির্বাচন কর্মসূচী স্থগিত করে দেওয়া হয়। এরপর প্রায় এক বছর পর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হল।
এখনো পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, শিবসেনা ৩২৩ টি আসনে এগিয়ে। বিজেপি ২৬৩ টি আসনে এগিয়ে। NCP ২১৮ টি আসনে এগিয়ে আর কংগ্রেস ১৩৬ টি আসনে এগিয়ে।