BREAKING: ইস্তফা দিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী! চাপের মুখে উদ্ধব সরকার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ চাপে পড়ে অবশেষে ইস্তফা দিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। সোমবার তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের কাছে নিজের পদত্যাগপত্র পাঠান। সোমবার বম্বে হাইকোর্ট দুর্নীতি মামলা অনিল দেশমুখের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দেয়। আর সেই নির্দেশের পরই অনিল দেশমুখ নিজের পদ থেকে ইস্তফা দেন।

কিছুদিন আগে মুম্বাই পুলিশের প্রাক্তন কমিশনার পরমবীর সিংহ অনিল দেশমুখের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, মুম্বাই পুলিশের পুলিশ অফিসার শচীন বাজেকে ১০০ কোটি টাকার তোলাবাজি করার নির্দেশ দিয়েছিলেন অনিল দেশমুখ। যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছিলেন, কোনও তথ্য প্রমাণ ছাড়াই ওনার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যা ভিত্তিহীন এবং অসত্য।

পরমবীর সিংয়ের অভিযোগের পর মহারাষ্ট্র সরকারের জোট সঙ্গী কংগ্রেস এবং এনসিপি অনিল দেশমুখের পাশে দাঁড়িয়েছিল। এমনকি এনসিপি প্রধান শরদ পাওয়ার অনিল দেশমুখকে ক্লিনচিট দিয়েছিলেন। কিন্তু আজ ওনার পদত্যাগের পর সঙ্কটে মহারাষ্ট্র সরকার। বিজেপির দাবি, তদন্ত করলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে।

সম্পর্কিত খবর

X