মহারাষ্ট্রের MLC নির্বাচনে গেরুয়া থাবা, শিবসেনা জোটকে হারিয়ে একাই জয়ী বিজেপি

বাংলা হান্ট ডেস্কঃ দেশের দুটি বড় রাজ্য মহারাষ্ট্র (Maharashtra) আর কর্ণাটকে (Karnataka) বিধান পরিষদ নির্বাচনের গণনা চলছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কর্ণাটকে ভারতীয় জনতা পার্টিকে (Bharatiya Janata Party) কড়া টক্কর দিচ্ছে কংগ্রেস। অন্যদিকে মহারাষ্ট্রে বিজেপি বড় জয় ছিনিয়ে নিয়েছে। মহারাষ্ট্রের ছয়টি আসনের মধ্যে চারটি আসনে বিজেপি জয়লাভ করেছে।

কর্ণাটকের বিধান পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী বিজেপি ৯টি আসনে, কংগ্রেস ৯টি আসনে আর জনতা দল সেকুলার একটি আসনে এগিয়ে রয়েছে।

   

মহারাষ্ট্রের মহাবিকাশ অঘারি জোটকে ঝটকা দিয়ে বিজেপি নাগপুর সহ রাজ্যের রাজ্যের বিধান পরিষদের ছয়টি আসনের মধ্যে ৪টি আসনে জয় হাসিল করেছে। অন্যদিকে শিবসেনা অকোলা, বুলঢানা আসনে জয় হাসিল করেছে।

বিজেপি এই জয়ের পর মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ প্রতিক্রিয়া দিয়ে বলেন, বিজেপি মহাবিকাশ অঘারি জোটের মিথ্যার পর্দাফাঁস হয়েছে। তিন দল শিবসেনা, এনসিপি আর কংগ্রেস একসঙ্গে নির্বাচনে লোড়েও বিজেপিকে হারাতে পারল না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর