সামনে এলো মহারাষ্ট্রের নতুন সরকারের রূপরেখা, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ, মন্ত্রীপদে থাকছেন এই নেতারা

বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কয়েকদিন ধরে মহারাষ্ট্রে রাজনৈতিক টালবাহানার পর অবশেষে গতকাল সকল জল্পনার অবসান ঘটে। শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে দল ছাড়ার পরেই চল্লিশের উপর বিধায়ক তাঁর সঙ্গে যোগদান করেন এবং স্বাভাবিকভাবেই সংখ্যাগরিষ্ঠতা হারায় শিবসেনা জোট। পরবর্তীতে বহু বিতর্ক শেষে রাজ্যপাল দ্বারা বিশেষ অধিবেশন ডেকে আস্থা ভোট করানোর নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে গতকাল সুপ্রিমকোর্টের পক্ষ থেকে সেই নির্দেশ বহাল রাখা হলে অবশেষে ফেসবুক লাইভে এসে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে।

এরপরই শিবসেনার পতন শেষে মহারাষ্ট্রের নতুন সরকার হিসেবে একনাথ শিন্ডে সহ বিজেপির নাম উঠে এসেছে। ইতিমধ্যে সূত্র মারফতে জানা গিয়েছে যে, মহারাষ্ট্রে নতুন সরকারে মোট 38 জন মন্ত্রী স্থান পেতে চলেছেন। এক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদ সামলাবেন দেবেন্দ্র ফড়ণবিশ। উল্লেখ্য ইনি অতীতেও মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন এবং অপরদিকে উপ মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত করা হতে চলেছেন একনাথ শিন্ডে।

jpg 20220630 110119 0000

সূত্র মারফত এও জানা গিয়েছে যে, মন্ত্রিসভায় মোট 25 জন সদস্য থাকতে চলেছে বিজেপির। এক্ষেত্রে ক্যাবিনেট মন্ত্রীসংখ্যা 20 এবং পাঁচজনকে রাজ্য মন্ত্রী পদ দেওয়া হবে। অপরদিকে, একনাথ শিন্ডের দল থেকে ক্যাবিনেট পদে যেতে চলেছেন 9 জন এবং রাজ্যমন্ত্রী পদে স্থান পাবেন 4 জন। এক্ষেত্রে চন্দ্রকাত  দাদা পাটিল, সম্ভাজি পাটিল এবং চন্দ্রশেখরেরর মত নামকরা নেতারা মন্ত্রীসভার স্থান পেতে চলেছেন বলে জানা গিয়েছে।

বিজেপি এবং একনাথ শিন্ডে সমেত মহারাষ্ট্রের সম্ভবত মন্ত্রীপদের তালিকার বিবরণ:

ক্যাবিনেট মন্ত্রী(বিজেপি)
দেবেন্দ্র ফড়নবিশ(মুখ্যমন্ত্রী)
চন্দ্রকাত দাদা পাটিল
সুধীর মুনগান্টিওয়ার
গিরিশ মহাজন
আশিষ শেলার
প্রবীণ দারেকার
চন্দ্রশেখর
বিজয়কুমার দেশমুখ
গণেশ নায়েক
রাধাকৃষ্ণ পাটিল
সম্ভাজি পাটিল
সঞ্জয় কুটে
রবীন্দ্র সি.
অশোক উইকে
সুরেশ খাদে
জয়কুমার রাওয়াল
অতুল সাওয়ে
দেবযানী ফারন্দে
রণধীর সাভারকর
মাধুরী

রাজ্যমন্ত্রী
জয়কুমার গোর
প্রশান্ত ঠাকুর
মদন ইরাওয়ার
রাহুল কুল
গোপীচাঁদ

ক্যাবিনেট মন্ত্রী(একনাথ শিন্ডে দল)
গুলাবরাও পাটিল
উদয় সামন্ত
দাদা ভুসে
আব্দুল সাত্তার
সঞ্জয় রাঠোড
শম্ভুরাজ দেশাই
বাচ্চু কাদু
তানাজি সাওয়ান্ত

jpg 20220629 000751 0000 1

রাজ্যমন্ত্রী
দীপক কেসরকার
সন্দীপন ভুমরে
সঞ্জয় শিরসাথ
ভরত গোগাওয়ালে


Sayan Das

সম্পর্কিত খবর