বাংলাহান্ট ডেস্ক : গভীর দুশ্চিন্তায় উদ্ধব ঠাকরে। প্রশ্ন একটাই, এ যাত্রায় গদি টিকবে তো? বিধান পরিষদ ভোটের ফল প্রকাশের পরই বেপাত্তা মহারাষ্ট্রের মন্ত্রী-সহ ২৫ শিবসেনা বিধায়ক। জানা যাচ্ছে, মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বে পলাতক বিধায়করা রয়েছেন গুজরাটের এক হোটেলে। তাঁদের আবার নাকি দলবদলের সম্ভাবনাও তুঙ্গে। অনেকেই আবার মনে করছেন শুধু দলবদল নয়, বিধায়ক পদ থেকেও নাকি পদত্যাগ করতে পারেন তাঁরা। এমনকী, এই বিদ্রোহী বিধায়করা শিবসেনাকে বিজেপির সঙ্গে হাত মেলানোর জন্য চাপ দিচ্ছে বলেও জানা যাচ্ছে। যাই হোক না কেন সমস্যায় কিন্তু পড়তে চলেছে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের জোট সরকার। অঙ্ক বলছে এই ঘটনা ঘটলে সংখ্যা গরিষ্ঠতা হারাবে আগাড়ি জোটও। সংখ্যা গরিষ্ঠতা নিয়েই মহারাষ্ট্রে সরকার গড়ার দাবি জানাবে বিজেপি।
তবে শিব সেনার তরফে এমন সম্ভাবনার কথা পাত্তা দেওয়া হয়নি। তাঁরা বলছেন, একনাথ শিন্ডে দলের একজন বিশ্বস্ত সৈনিক। তিনি মহারাষ্ট্রে ফিরে এলেই তাঁর সঙ্গে কথা বলবে দলের শীর্ষ নেতৃত্ব। এদিকে বিজেপির শীর্ষ নেতৃত্বও মুখে কুলুপ এঁটেছে। তবে দলের ভিতরে ব্যস্ততা চোখে পড়ার মতো। মঙ্গলবার সকালেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাড্ডা এবং শাহের সঙ্গে দেখা করার কথা আছে মহারাষ্ট্র প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশেরও। জানা যাচ্ছে রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে শরদ পাওয়ারের নেতৃত্বে বিরোধী বৈঠকে অনুপস্থিত থাকতে পারে শিবসেনা।
প্রসঙ্গত, গত বিধানসভায় বিজেপির সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্র নির্বাচনে মাঠে নামে শিব সেনা। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে বিতর্কের জেরে জোট ভেঙে বেরিয়ে আসে উদ্ধব ঠাকরের দল। তাঁকেই মুখ্যমন্ত্রী করে মহারাষ্ট্রে জোট সরকার গড়ে শিব সেনা, কংগ্রেস এবং এনসিপি। চাকা ঘুরে যায় সদ্য সমাপ্ত বিধান পরিষদের নির্বাচনে। ১০টি আসনের মধ্যে ৫টি আসনে বিজেপি জেতে। বাকি ৫টিতে জেতে বিরোধী জোট।
কী বলছে অংকের হিসাব?
মহারাষ্ট্র বিধানসভায় মোট আসন ২৮৮। একজন বিধয়কের মৃত্যু হয়েছে। তাই আপাতত বিধায়কের সংখ্যা ২৮৭। এই পরিস্থিতিতে আস্থা ভোট হলে জিততে প্রয়োজন অন্তত ১৪৪টি ভোট। অঙ্ক বলছে, আগাড়ি জোটের কাছে রয়েছে ১৫২ জন বিধায়ক। যার মধ্যে শিব সেনার বিধায়ক রয়েছেন ৫৬ জন। কিন্তু তাঁদের মধ্যে ২৫ জন দলবদল করতে পারেন অথবা পদত্যাগ করতে পারেন বিধায়ক পদ থেকেও। সেক্ষেত্রে জোটের বিধায়ক সংখ্যা হবে ১২৭। এই সংখ্যা নিয়ে সরকার যে গড়া সম্ভব নয় তা ভালোই বুঝতে পারছেন উদ্ধব ঠাকরে।
অপরদিকে বিজেপির ১০৬ জন বিধায়ক রয়েছে। প্রায় এক ডজন নির্দল বিধায়কের সমর্থনও রয়েছে বলে জানা গিয়েছে। শিবসেনা মন্ত্রী একনাথ শিন্ডের সাথে ২৫ জন বিধায়ক যদি বিজেপিকে সমর্থন করেন, তাহলে বিজেপি সহজেই ম্যাজিক নম্বরে পৌঁছে যাবে।