‘জয় শ্রী রাম’ না বলায় ব্যাপক মার মুসলিম যুবককে,বাঁচালেন হিন্দু পরিবার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পেশায় রেস্তোরাঁ কর্মী মধ্যপ্রদেশের মারাঠওয়াড়ার ইমরান ইসমাইল পটেল। ইমরান কাজ ছেড়ে নিজের বাইকে করে বাড়ি ফিরছিলেন। ঠিক সে সময় একদল যুবক মোটরসাইকেলে করে তাকে ধাওয়া করে। ওই যুবকরা ইমরানকে বাইক থেকে নামিয়ে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করে। ইমরান রাজি না হওয়ায় ওই যুবকরা তাকে ব্যাপক ভাবে মারতে থাকে ইমরানের থেকে কেড়ে নেওয়া হয় বাইকের চাবি।

ঠিক সেই সময় ইমরানের চিৎকার শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন এক স্থানীয় হিন্দু দম্পতি। ওই হিন্দু দম্পতি ওই যুবকদের হাত থেকে ইমরানকে বাঁচায়। এক অমানবিক ঘটনার সামনে ধর্মীয় ভেদাভেদ ভুলে রুখে দাঁড়ায় মানবিকতা।

X