‘গান্ধী’ রূপে অসুর! ক্ষুব্ধ কংগ্রেস, আদালতে মামলা করার কথা ঘোষণা অধীর চৌধুরীর

বাংলা হান্ট ডেস্কঃ আজ মহানবমী। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর (Durga Puja) শেষ লগ্নে মাতোয়ারা বাঙালি। রাস্তায় রাস্তায় জনসমাগম অব্যাহত। তবে এর মাঝেই এ বছর ‘মহিষাসুরমর্দিনী’ মা দুর্গার প্রতিমায় অসুরের জায়গায় মহত্মা গান্ধীকে (Mahatma Gandhi) তুলে ধরার ঘটনায় ইতিমধ্যে শোরগোল পড়েছে সর্বত্র। কসবার (Kasba) হিন্দু মহাসভার বিরুদ্ধে সমালোচনার সরব হয়েছে সকলেই। আর এবার এই মামলায় আদালতে মামলা করার কথা ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)।

কসবার রুবি কানেক্টরের নিকট হিন্দু মহাসভা আয়োজিত একটি পুজোয় অসুরের স্থানে মহাত্মা গান্ধীর ছবি সামনে উঠে আসে। এই ঘটনাটি সামনে আসতেই বিতর্ক ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। অসুরের স্থানে মহাত্মা গান্ধীর মুখ কেন ব্যবহার করা হলো, সেই ইস্যুকে সামনে এনে বিতর্কে শামিল হয় কংগ্রেস নেতৃত্ব।

পরবর্তীতে টিটাগড় থানায় একটি মামলা পর্যন্ত দায়ের করেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। এরপরই অসুরের চেহারা বদল করা হলেও এখনো পর্যন্ত শান্ত হয়নি পরিস্থিতি। এই ঘটনায় প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

গোটা ঘটনা প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “মহাত্মা গান্ধীকে নিয়ে অহিংস দিবস পালিত হচ্ছে গোটা দেশ জুড়ে। তখন আমাদের বাংলায় তাঁকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে। এটা অনুচিত। আমরা আদালতে মামলা করতে চলেছি।”

Adhir Chowdhury's convoy was surrounded by a black flag and the slogan 'Go-back' was raised in murshidabad

গতকাল মুর্শিদাবাদের একটি পুজো মণ্ডপে যোগদান করেন কংগ্রেস নেতা। সেখানে আজাদ মল্লিক, নির্মল কান্তি ঘোষের মতো বাকি নেতা নেত্রীদের সঙ্গে নিয়েই অধীরবাবু জানান, “২ রা অক্টোবর গোটা দেশ জুড়ে অহিংস দিবস পালন করা হয়ে চলেছে। মহাত্মা গান্ধীকে সম্মান জানানো হচ্ছে। অথচ আমাদের বাংলায় তাঁকে নিয়ে অপমান করা হচ্ছে। এটা অনুচিত। এর তীব্র প্রতিবাদ জানাই। এই ঘটনার বিরুদ্ধে আমরা আদালতে মামলা করব।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর