মোদী সরকারের উদ্দোগে অযোধ্যায় (Ayodhya) রাম মন্দির তৈরির কাজ শুরু হতে চলেছে। সেই রাম মন্দির নির্মাবের জন্য পাটনার মহাবির মন্দির ১০ কোটি টাকা দান করার উদ্যোগ ঘোষণা করেছে। মহাবির মন্দির উদ্যোগের সভাপতি , কিশোর কুনাল বলেছেন, “ আমি অযধ্যার রাম মন্দির নির্মানের জন্য ২ কোটি টাকা দিতে চলেছি দান হিসেবে, আর আমরা সম্মিলিতভাবে পাটনা মহাবির মন্দিরের থেকে ১০ কোটি টাকা দান করতে চলেছি”।
তিনি আরও বলেছেন যে ১৮১৮ সালের ৩০ টি মুদ্রা পাওয়া গেছে মহাবির মন্দিরের দানবাক্সে। তার কথা অনুসারে মুদ্রাগুলি ১৮১৮ সালের, ইষ্ট ইন্ডিয়া কম্পানির স্ট্যাম্প বসানো আছে সেই মুদ্রাতে। তিনি বলেছেন যে মুদ্রার অপরদিকে আছে শ্রীরাম, সিতা এবং লক্ষণ এর ছবি দেওয়া আছে।
কুনাল আরও বলেছেন , “ এই মুদ্রাগুলি আমরা দানবাক্স থেকে পেয়েছি এবং তাকে সুরক্ষিত ভাবে ব্যবহার করা আমাদের কর্তব্য”। কিশোর কুণাল বলেন, “ত্রেতা জুগে ভগবান রাম ১৪ বছর পর্যন্ত বনবাসে ছিলেন। কিন্তু কলিযুগে ভগবান দীর্ঘদিন তাবুতে কাটিয়েছেন।”