“১০৭ কেজি ওজন ছিল, তারপর….”, ধোনির অধিনায়কত্বে নিজের দুরন্ত যাত্রার গল্প শোনালেন থিকসেনা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি মরশুমটা একেবারেই মনে রাখার যোগ্য নয় চেন্নাই সুপার কিংস ভক্তদের জন্য। মরশুমের শুরুতে অধিনায়ক বদল এবং তারপর একের পর এক হারের কারণে পয়েন্টস টেবিলের তলানিতে পরে থাকা, ফের জাদেজার বদলে ধোনির অধিনায়কত্বে আসা, সব মিলিয়ে মরশুমটা একেবারেই ভক্তদের পরিচিত সিএসকের মতো ছিল না। কিন্তু মজার ব্যাপার হলো এখনও তারা প্রতিযোগিতায় টিকে রয়েছে। খুব জটিল হলেও এখনও ইয়েলো আর্মির সামনে প্লে অফে যাওয়ার রাস্তা খোলা আছে। তবে তার জন্য শুধু নিজেদের জিতলেই হবে না, অন্য পিছিয়ে থাকা ফ্র্যাঞ্চাইজিগুলির ম্যাচের দিকেও নজর রাখতে হবে তাদের। আর যে কয়েকজন ক্রিকেটারদের পারফরম্যান্সের কারণে এই রাস্তা এখনও খোলা রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন শ্রীলঙ্কার স্পিনার মহেশ থিকসেনা।

চলতি মরশুমের সবকটি ম্যাচে খেলেননি এই শ্রীলঙ্কান ক্রিকেটার। কয়েকটি ম্যাচ পর থেকে তাকে চান্স দেওয়া হয়েছে। কিন্তু যেদিন থেকে তিনি খেলছেন সেদিন থেকে তিনি দুরন্ত ফর্মে। ৮টি ম্যাচ খেলে তিনি ১২ টি উইকেট তুলেছেন। শ্রীলঙ্কান স্পিনারের রহস্য ভেদ করতে সমস্যায় পড়ছেন তারকা ব্যাটাররাও। কিন্তু থিকসেনার আজ বড় মঞ্চে উঠে আসার যাত্রাটা সোজা ছিল না।

সম্প্রতি সিএসকে-র সোশ্যাল মিডিয়া একাউন্টগুলি থেকে শেয়ার করা একটি ভিডিওতে নিজের লড়াইয়ের কথা বলেছেন লঙ্কান স্পিনার। তিনি বলেছেন “যখন আমি শ্রীলঙ্কার অনুর্ধ ১৯ দলের খেলতাম তখন আমার ওজন ১০৭ কিলোগ্রাম ছিল। ওজন কমিয়ে ফিটনেস অর্জন করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। ২০১৭-১৮ মরশুমে আমি শ্রীলঙ্কার অনুর্ধ ১৯ স্কোয়াডের অংশ হলেও মূল দলে আসতে পারিনি ফিটনেসের কারণে। দিনের পর দিন মাঠের ধারে জল বয়ে নেওয়ার কাজ করেছি কিন্তু হাল ছাড়িনি। তাই শেষপর্যন্ত আজ আমি এখানে।”

তিনি আরও যোগ করে বলেছেন “২০২০ তে অজন্তা মেন্ডিস এবং ২০২২-এ মহেন্দ্র সিং ধোনির পরামর্শ আমার অনেক উপকারে লেগেছে। আগের বছর সিএসকে-র নেট বোলার ছিলাম। ভাবতেই পারিনি তারা আমায় এই বছর দলে নেবে। ধোনি স্যারের পরামর্শ আমাকে উন্নতি করতে সাহায্য করছে। আমি বাকি তিনটি ম্যাচেও নিজের সেরাটা দেব।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর