বাংলা হান্ট ডেস্কঃ বছর খানেক ধরে ক্রিকেট থেকে দূরে থাকা ভারতীয় ক্রিকেটের দিগগজ প্লেয়ার তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট (Cricket) থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন। উনি ভারতীয় সেনার আন্দাজে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করে এই ঘোষণা করেন। ধোনি নিজের সফরের একটি ভিডিও শেয়ার করে লেখেন, সন্ধ্যে ৭ঃ২৯ মিনিটকে আমার অবসরের সময় হিসেবে ধরা হোক। ধনি শুক্রবার আইপিএল এর জন্য চেন্নাই যান, আর শনিবার তিনি জিমে গা ঘামান।
গত বছর ইংল্যন্ডে হওয়া ওয়ার্ল্ডকাপে নিউজিল্যান্ডের সাথে সেমিফাইনালে হারের পর থেকে তিনি আর ক্রিকেটের মাঠে নামেন নি। উনি এই সময়ে কোন ঘরোয়া ক্রিকেটেও অংশ নেন নি। উনি বিশ্বকাপে হারের পর সেনার ট্রেনিংয়ের জন্য কাশ্মীরে যান। যদিও শোনা যাচ্ছিল যে, টি- ২০ ওয়ার্ল্ডকাপে তিনি খেলতে পারেন। তবে করোনার কারণে টি-২০ ওয়ার্ল্ডকাপ বাতিল হওয়ায় উনি আর খেলার সুযোগ পান নি।
ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ঠিকই, কিন্তু IPL খেলতে থাকবেন। কিছুদিন আগে চেন্নাই সুপার কিংস এর সিইও বলেছিলেন, ধোনি ২০২০ আর ২০২১ এর আইপেল খেলবেন। এমনকি ২০২২ এর আইপিল এও উনি খেলতে পারেন।