ক্রিকেট থেকে অবসর নিলেও মাসে মাসে এই অভিনব উপায়ে কোটি কোটি টাকা করেন ধোনি! কিভাবে জানেন?

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র হলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। একটা সময় তাঁর হাত ধরেই ভারতীয় ক্রিকেট সাক্ষী থেকেছে একাধিক ঐতিহাসিক মুহূর্তের। ঝুলিতে এসেছে বেশ কিছু পুরস্কার। এমনকি মাহির হাত ধরেই একটা ভাঙাচোরা ক্রিকেট টিম-ও বিশ্বজয় করেছে। যদিও ভারতের এই প্রাক্তন অধিনায়ক এখন অবসর নিয়েছেন ক্রিকেট থেকে। অবসর নিয়েছেন চেন্নাই সুপার কিংস থেকেও।

অভিনব উপায়ে কোটি কোটি টাকা করেন ধোনি (Mahendra Singh Dhoni)

তবে ক্রিকেট থেকে অবসর নিলেও আজও ভক্তদের কাছে জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি ধোনির (Mahendra Singh Dhoni)। তবে ক্রিকেট থেকে অবসর নিলেও প্রতি মাসে কোটি কোটি টাকা উপার্জন করেন ধোনি (Mahendra Singh Dhoni)। কিন্তু কীভাবে? ধোনির উপার্জনের উৎস কি? তা নিয়ে কৌতূহল রয়েছে অনুরাগীদেরও। আসলে এই অবসর জীবনেও কিন্তু বসে নেই ধোনি। বর্তমানে একাধিক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন মাহি।

জানলে অবাক হবেন এক নয়, একাধিক ব্যবসা রয়েছে তাঁর। নিজের রাজ্য ঝাড়খণ্ডেই একাধিক ব্যবসার চালু করেছেন তিনি। এইমুহূর্তে নামকরা পোশাক ব্রান্ড সেভেনের মালিক ধোনি। শুধু এর বিজ্ঞাপন করেই বছরে প্রায় কোটি টাকা উপার্জন করেন ধোনি।এছাড়াও রাঁচিতে মাহি রেসিডেন্সি নামের একটি হোটেলও রয়েছে তাঁর। এয়ারবিএনবি, ওয়ো, মেক মাই ট্রিপ থেকেও এই হোটেল বুক করা যায়।

আরও পড়ুন: সলমনের গায়ে হলুদ! ৫৮ বছরে বিয়ের পিঁড়িতে ভাইজান? হু হু করে ভাইরাল ছবি

এছাড়াও ৭ ইঙ্ক ব্রুজেও বিপুল বিনিয়োগ করেছেন ধোনি। এসবের পাশাপাশি বরাবরই দারুণ ফিটনেস ফ্রিক মাহি। সেই কারণেই নিজের পাশাপাশি বাকিদের সুস্থ রাখতেও বড় জিম খুলেছেন তিনি। ধোনি স্পোর্টসফিট নামক চেইনের অধীনেও একাধিক জিম রয়েছে তাঁর। সারা দেশে মোট ২০০-টিরও বেশি জিম রয়েছে। এখানেই শেষ নয়, দেশের প্রাক্তন অধিনায়কের আরও একটি  বিশাল পোলট্রি ফার্ম রয়েছে। সেখানে কড়কনাথ নামের এক ধরনের বিশেষ মুরগি প্রতিপালন করা হয়।

Mahi

এই মুরগিগুলির দাম অন্য মুরগির তুলনায় অনেক বেশি হয়। জানলে অবাক হবেন এই মুরগির এক–একটা ডিমই বিক্রি হয় ৫০ টাকায়। জানা যাচ্ছে, কড়কনাথ মুরগির মাংসের দাম ১০০০ টাকা প্রতি কেজি। কিন্তু এই মুরগির দাম এত বেশি কেন জানেন? আসলে এই মুরগিতে প্রোটিন ও ভিটামিন বেশি থাকে। শুনতে অবাক লাগলেও বেশি পরিমাণ প্রোটিন থাকার কারণেই এই মুরগির দেহ থেকে ডানা, পা-সবই কালো হয়। এমনকী এর ডিমও কালো রঙের হয়।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর