বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা উইকেট রক্ষক মহেন্দ্র সিং ধোনি আগামী দুই সপ্তাহ পর্যন্ত ১৯ কেজি ওজনের নিয়ে কাশ্মীরে সেনার সাথে কর্তব্য পালন করবেন। সন্ত্রাসবাদ প্রভাবিত জম্মু কাশ্মীরের অবন্তীপোরা এলাকায় ওনাকে মোতায়েন করা হয়েছে। বুধবার নিজের দ্বায়িত্ব কাঁধে নিয়ে জম্মু কাশ্মীরের সবথেকে বেশি জঙ্গি গতিবিধি সম্পন্ন এলাকায় সেনার রেজিমেন্টের সাথে যুক্ত হন তিনি। মহেন্দ্র সিং ধোনি ১৫ই আগস্ট পর্যন্ত ১০৬ ব্যাটেলিয়ন এর সাথে নিজের দ্বায়িত্ব পালন করবেন।
আধিকারিকরা জানান, কর্নেল ধোনি বুধবার সেখানে পৌঁছে নিজের ইউনিটের সাথে যুক্ত হয়ে ডিউটি শুরু করে দিয়েছেন। ওনার ইউনিট ভিক্টর ফোর্সের অংশ হিসেবে অবন্তীপোরায় নিযুক্ত আছে। ধোনির একান্ত অনুরোধে গত সপ্তাহে সেনার হেডকোয়ার্টার থেকে ওনাকে ওই এলাকায় ডিউটি করার জন্য অনুমতি দেওয়া হয়। এই অনুমতি স্বয়ং স্থল সেনার প্রধান বিপিন রাওয়াত দেন।
মহেন্দ্র সিং ধোনিকে ২০১১ সালে লেফটিন্যান্ট সন্মান দেওয়া হয়। পাঁচটি প্যারাশুট ট্রেনিং জাম্প পূরণ করার পর ওনাকে এই সন্মান দেওয়া হয়। ধোনির ১৯ কেজি সরঞ্জামের মধ্যে ৫ কেজির রাইফেল, ২ কেজির জুতো, ৩ কেজির উর্দি, ৬ কেজির বুলেট প্রুফ জ্যাকেট, ১ কেজির হেলমেট, ২ কেজির অনান্য সরঞ্জাম আছে। বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ের পর ধোনি ক্রিকেট থেকে দুই মাস দূরে থাকার সিদ্ধান্ত নেন। আর এই জন্য আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ওনাকে বাদ রেখেছে নির্বাচকেরা। ধোনির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিসিসিআই ধোনিকে দুই মাসে ছুটি দিয়েছে। আর এই দুই মাস মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট থেকে দূরে থেকে, সেনার সাথে দেশ সেবা করার ইচ্ছে প্রকাশ করেছেন।