বাংলাহান্ট ডেস্ক: তেলুগু পাড়ার সুপারস্টার। সুদর্শন মহেশ বাবুর (Mahesh Babu) একটি মন্তব্য ভক্তদেরও তাঁর শত্রু বানিয়ে দিয়েছিল। বলিউডে ডেবিউ সম্পর্কে ডাঁটের সঙ্গে জবাব দিয়েছিলেন অভিনেতা, ‘ আমার খরচ বহন করার মুরোদই নেই বলিউডের!’ রাতারাতি ট্রোল শুরু হয় তাঁকে নিয়ে। শেষমেষ সুর নরম করে সে যাত্রা বেঁচে গিয়েছিলেন মহেশ বাবু।
তবে সাম্প্রতিক পাওয়া খবর বলছে, অভিনেতা নাকি নিজের কথাই সম্পূর্ণ ভুলে গিয়েছেন। সুর বদলে সেই হিন্দি ইন্ডাস্ট্রিতেই আসছেন তিনি! এত তাড়াতাড়ি বলিউডের মুরোদ বুঝে গেলেন নাকি মহেশ বাবু?
সূত্রের খবর বলছে, খুব শীঘ্রই বলিউডে পা রাখবেন তেলুগু অভিনেতা। তাও আবার এস এস রাজামৌলির পরিচালনায়, যাঁর পরিচালিত প্রতিটি ছবিই হয়েছে ব্লকবাস্টার। খবর এও বলছে, ধুমধাম করে বলিউডে পা রাখবেন বলেই মহেশ বাবুর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সরকারু ভারি পাটা’ হিন্দিতে মুক্তি পায়নি।
শুধু তাই নয়, তাঁর আসন্ন ছবি ‘SSMB28’ও হিন্দিতে ডাব করা হবে না। এস এস রাজামৌলির ছবির ব্যবসা এবং উন্মাদনায় যাতে কোনো রকম ভাঁটা না পড়ে তার জন্যই নাকি এই সিদ্ধান্ত মহেশ বাবুর। বলিউডের একজন বড় প্রযোজক নাকি ছবির প্রযোজনা করতে চলেছেন। যদিও এখনো গুঞ্জন তুঙ্গে উঠলেও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষনা হয়নি।
বিতর্ক যখন তুঙ্গে ওঠে তখন বলিউড বনাম দক্ষিণের রেষারেষিও শীর্ষে। দক্ষিণের একের পর এক ছবি ১০০০ কোটির মাইলফলক ছাড়াচ্ছে ব্যবসায়। বলিউডের ভাঁড়ার ঠনঠন। এমতাবস্থায় অনেক তারকা যেমন দক্ষিণের পথে পা বাড়াচ্ছেন তেমনি দক্ষিণ থেকেও সফল অভিনেতা অভিনেত্রীদের হিন্দি ইন্ডাস্ট্রিতে আনা হচ্ছে লাভের আশায়।
মহেশ বাবুরর ইন্ডাস্ট্রির অনেকেই হিন্দি সিনেমায় কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। সে সময়ে ‘মেজর’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন অভিনেতা।
কোনো রকম রাখঢাক না করেই মহেশ বাবু উত্তর দেন, “হিন্দি ছবির জন্য অনেক প্রস্তাব আমি পেয়েছি। কিন্তু আমার মনে হয় না আমাকে বহন করার ক্ষমতা ওদের আছে বলে। যে ইন্ডাস্ট্রি আমাকে অ্যাফোর্ড করতে পারবে না সেই ইন্ডাস্ট্রিতে কাজ করে সময় নষ্ট করতে চাই না আমি। যে স্টারডম আর সম্মান আমি এখানে পাই সেটা বিরাট। তাই আমি কখনো ভাবিনি নিজের ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য ইন্ডাস্ট্রিতে যাওয়ার কথা।”