বাংলাহান্ট ডেস্ক: এক সপ্তাহ হয়ে গিয়েছে সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যুর। গত রবিবার, ১৪ জুন নিজের বান্দ্রার ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। তারপর থেকেই কার্যত তোলপাড় হয়ে গিয়েছে বলিউড ইন্ডাস্ট্রি ও নেটদুনিয়ায়। সুশান্তের মৃত্যুর জন্য বহু নামজাদা ব্যক্তিত্বকে কাঠগড়ায় তুলেছে নেটজনতা। তাদের মধ্যে মহেশ ভাট (mahesh bhatt)।
এবার মহেশ ভাটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী তথা অভিনেত্রী পায়েল রোহাতগি (payal rohatgi)। সুশান্তের চিকিৎসক কেরসি চাওলা ও মহেশ ভাট দুজনে মিলে পরিকল্পিত ভাবে খুন করেছেন তাঁকে, এমনটাই আভিযোগ করেন পায়েল। এই পরিকল্পনায় রিয়া চক্রবর্তীও সামিল ছিলেন বলে দাবি পায়েলের।
নিজের ইনস্টা হ্যান্ডেলে লাইভ ভিডিওতে পায়েল জানান সুশান্তের চিকিৎসক কেরসি চাওলা আসলে মহেশ ভাটের ঘনিষ্ঠ। তাঁর কাছে কেউ অবসাদের চিকিৎসা করাতে গেলেই তিনি বলে দেন তাঁর বাইপোলার ডিসঅর্ডার আছে। অভিনেতাদের জোর করে ওষুধ খেতে বাধ্য করেন তিনি। ওই চিকিৎসকের কাছে একসময় তিনি নিজেও যেতেন বলে জানান পায়েল। পরিচালক দিবাকর ব্যানার্জি তাঁকে খোঁজ দিয়েছিলেন ওই চিকিৎসকের। এই দিবাকর ব্যানার্জিই সুশান্তের ব্যোমকেশ বক্সী ছবির পরিচালক ছিলেন।
পায়েল দাবি করেন, এই সবকিছুই পরিকল্পিত। মহেশ ভাট একবার বলেছিলেন সুশান্ত আত্মহত্যা করবেন। এতটা দূরদর্শী কিভাবে হলেন তিনি, সেই প্রশ্নও তুলেছেন পায়েল। রিয়া ও মহেশের সম্পর্ক নিয়ে কটাক্ষ করেও তিনি বলেছেন রিয়ার এই পরিকল্পনায় যুক্ত থাকার কথা।
পায়েল আরও বলেন, সুশান্তের মরদেহের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা দেখে একেবারেই মনে হচ্ছে না তিনি আত্মহত্যা করেছেন। তাঁর মুখের বা শরীরে তেমন কোনও লক্ষণই নেই। উপরন্তু যে মানুষটা অবসাদে রয়েছে সে আত্মহত্যার আগের রাতে পার্টি করবে না বা আত্মহত্যার কিছুক্ষণ আগে বেদানার রসও খাবে না। সুশান্তের রাখা জার্নাল, তাঁর বাড়ির পরিচারক ও আবাসনের নিরাপত্তারক্ষীদের ভাল করে জেরা করা উচিত বলে মন্তব্য করেন পায়েল।
https://www.instagram.com/tv/CBvGnielpH4/?igshid=1l2gqcee9f1bo
ভিডিওতে সোনম কাপুর ও সলমন খানের বিরুদ্ধেও তোপ দেগেছেন পায়েল। নেপোটিজম নিয়ে সোনমের করা মন্তব্যের প্রসঙ্গে পায়েল কটাক্ষ করেন তিনি অর্থ দেখে বিয়ে করেছেন। অপরদিকে সলমনের উদ্দেশে পায়েল অভিযোগ করেন, হিট অ্যান্ড রান কেসে তাঁর নাম চর্চায় আসতেই বিইং হিউম্যান সংস্থা শুরু করেন সলমন।