বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতকে (sushant singh rajput) চিনতেন মহেশ ভাট (mahesh bhatt) কিন্তু কোনও দিন কথা হয়নি। নিজের ছবিতে অভিনয়ের প্রস্তাবও কোনও দিন দেননি সুশান্তকে। এমনটাই পুলিশি জেরায় মহেশ ভাট জানিয়েছেন বলে খবর। রিয়া চক্রবর্তীর (rhea chakraborty) মাধ্যমেই সুশান্তকে তিনি চিনতেন বলে জানান।
রিপোর্টে প্রকাশ, পুলিসি জেরায় মহেশ ভাট জানান, ২০১৮ ও ২০২০ সালে মাত্র দুবার সুশান্তের সঙ্গে তাঁর দেখা হয়। তবে রিয়ার মারফতে তাঁকে চিনতেন তিনি। ২০১৮ তে পরিচালকের একটি বই প্রকাশ পায়। সেই সূত্রে সুশান্ত টুইট করে তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
মহেশ ভাট সাফ জানান, সুশান্তকে কোনওদিন কাজের প্রস্তাব দেননি তিনি। এর আগে শোনা গিয়েছিল, সড়ক ২ ছবিতে সুশান্ত এবং রিয়া দুজনেরই অভিনয় করার কথা ছিল। কিন্তু মহেশ ভাট জানান, এমন খবর সম্পূর্ণ মিথ্যা। সড়ক ২ এর কাস্ট আগে থেকেই ঠিক করা ছিল। তবে তিনি নেপোটিজমকে কখনওই উৎসাহ দেননি। বরং নতুন দের নিয়ে কাজ করতেই তিনি বেশি আগ্রহী বলে জানান পরিচালক।
রিপোর্টে প্রকাশ, সুশান্ত ও রিয়ার সম্পর্ক নিয়ে বড়সড় তথ্য ফাঁস করেন মহেশ ভাট। তিনি জানান, তিনি কোনওদিনই রিয়াকে বলেননি সুশান্তকে ছেড়ে দিতে। এর আগে মহেশ ঘনিষ্ঠ সুহিত্রা দাস দাবি করেন, পরিচালক রিয়াকে বলেছিলেন সুশান্তও পরভীন বাবির মতোই আত্মহত্যা করবে। সেই পোস্ট নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। তবে এই পোস্টের বিষয়ে পুলিস মহেশ ভাটকে কিছু জিজ্ঞাসা করেছে কিনা তা জানা যায়নি।
প্রসঙ্গত, সোমবার মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় হাজিরা দেন মহেশ। সকাল ১১:৩০ থেকে ২ টো পর্যন্ত টানা আড়াই ঘন্টা জেরা করা হয় পরিচালককে। সকাল ১১:৩০ নাগাদ সান্তাক্রুজ থানায় পৌঁছান মহেশ ভাট। বয়ান রেকর্ডের পর ২টো নাগাদ থানা থেকে বেরিয়েই সোজা নিজের গাড়িতে চেপে চলে আসেন তিনি। জানা গিয়েছে, সুশান্ত মামলার তদন্তকারী অফিসার ও পুলিসের ডেপুটি কমিশনার সামনে বসিয়ে জেরা করা হয় মহেশ ভাটকে।