করোনা আবহে লুকিয়ে বিয়ে, নিমন্ত্রিতদের তালিকা থেকে মহেশ ভাটকেই ছেঁটে ফেলেছিলেন নিজের ভাগ্নে!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত বছরেই বলিউড তথা নেটমাধ‍্যম উত্তাল ছিল পরিচালক মহেশ ভাটের (mahesh bhatt) বিতর্ক নিয়ে। সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর রিয়া চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে ফেঁসেছিলেন বর্ষীয়ান পরিচালক। তাঁর বিরুদ্ধে রিয়াকে উসকে সুশান্তের থেকে দূরে করে দেওয়ার অভিযোগ উঠেছিল। এমনকি মহেশের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তাঁরই বৌমা! এবার পরিচালক স্বীকার করলেন নিজের ভাগ্নের বিয়েতেও আমন্ত্রণ পাননি তিনি।

গত বছর সেপ্টেম্বরে করোনা আবহে বিয়ে সেরেছিলেন পরিচালক বিক্রম ভাট (vikram bhatt)। দীর্ঘদিনের প্রেমিকা শ্বেতাম্বরী সোনির সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। কিন্তু বিয়ের এক বছর হয়ে যাওয়ার পর বিষয়টা প্রকাশ‍্যে এল মহেশ ভাটের দৌলতে। এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, গত বছর লকডাউনের মধ‍্যেই বিয়ে সেরে নিয়েছিলেন বিক্রম। কিন্তু আমন্ত্রণ করেননি তাঁকে।


পরিচালক বলেন, “গত সেপ্টেম্বরে লকডাউন যখন তুঙ্গে তখনি বিয়ে করেছেন বিক্রম। ও আমাকে ফোন করে বলল, ‘বস আমি বিয়ে করছি। আর এখন যেহেতু সীমিত সংখ‍্যক লোকদের নিমন্ত্রণ করা যাবে, সেই সঙ্গে করোনার সময়ে তোমার স্বাস্থ‍্যের কথাটাও মাথায় রেখে তোমাকে আর আসতে বলছি না। কিন্তু এটা আমরা গোপনই রাখছি’।”

বিক্রমের কথা শুনে অবাক হয়েছিলেন মহেশ। উলটে ভাগ্নেকে একটাই পরামর্শ দিয়েছিলেন তিনি, বিয়েটা যেন বেশিদিন লুকিয়ে না রাখেন। তাঁর কথায়, “বিক্রম একটা বিড়ালের মতো। চোখ বন্ধ করে দুধ খেলেই মনে করে আর কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু এটা ডিজিটাল মিডিয়ার যুগ।”

বুধবার স্ত্রী শ্বেতাম্বরীর জন্মদিনে সঙ্গে একটি ছবি শেয়ার করে বিক্রম লিখেছেন, ‘তুমি আমাকে ভেতর থেকে পালটে দিয়েছ আর দেখিয়েছ জীবনের আসল অর্থটা কী। শুধু তুমিই আমার হৃদয়টা চুরি করতে পেরেছ। শুধু তোমাকে দেখানোর জন‍্যই আমি সবকিছু করতে চাই। শুভ জন্মদিন ভালবাসা।’

সম্পর্কিত খবর

X