চমক দিল পঞ্জাব বিজেপি, নির্বাচনের আগেই পদ্ম শিবিরে যোগ দিলেন বলি অভিনেত্রী মাহি গিল

বাংলাহান্ট ডেস্ক: ভোটের হাওয়া বইছে পঞ্জাবে। চলতি মাসেই বিধানসভা ভোট (assembly election) সে রাজ‍্যে। বিভিন্ন রাজনৈতিক দলগুলি তারকা প্রার্থী জোগাড় করতে ব‍্যস্ত। এর আগে কংগ্রেসে যোগ দিয়েছেন সোনু সূদের বোন মালবিকা সূদ। প্রথমে না না করলেও পরে বোনের হয়ে প্রচার করতে দেখা গিয়েছে অভিনেতাকে। এবার চমক দিল বিজেপিও। গেরুয়া শিবিরে যোগ দিলেন অভিনেত্রী মাহি গিল (mahi gill)।

আজ সোমবারই পঞ্জাব বিজেপিতে যোগ দিলেন মাহি। গত বছরের শেষের দিকেই তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়েছিল। গত ডিসেম্বরে হরমোহিন্দর সিং লাকির হয়ে প্রচারে অংশ নিয়েছিলেন মাহি। তিনি অবশ‍্য ছিলেন কংগ্রেসের প্রার্থী। তখন অভিনেত্রী জানিয়েছিলেন, প্রচারে নেমেছেন মানেই যে তিনি রাজনীতিতে আসবেন এমনটা নয়। অভিনয় ছেড়ে রাজনীতিতে আসবেন না, এমনটাই জানিয়েছিলেন মাহি।

   

mahie gill 1612423526286
কিন্তু এখন আবার তিনি মত বদলালেন কেন তা জানা যায়নি। তাও আবার কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপিতে কেন তিনি যোগ দিলেন সেই প্রশ্নও উঠছে। হরিয়ানার মুখ‍্যমন্ত্রী মনোহর লাল তাঁকে দলে স্বাগত জানান। গলায় পরিয়ে দেন উত্তরীয়। মাহির পাশাপাশি এক পঞ্জাবি অভিনেতাও যোগ দেন বিজেপিতে।

আগামী ২০ ফেব্রুয়ারি পঞ্জাবে বিধানসভা নির্বাচন। মাহি গিল বলিউডে পা রাখেন ‘হাওয়ায়ে’ ছবির হাত ধরে। তবে সেই ছবি তেমন সাফল‍্য পায়নি বক্স অফিসে। পরবর্তীকালে ২০০৯ সালে ‘দেব ডি’ ছবিতে মাহির অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। এমনকি সেরা অভিনেত্রীর জন‍্য পুরস্কারও পেয়েছিলেন তিনি।

অপরদিকে পঞ্জাবের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়ছেন সোনু সূদের বোন মালবিকা সূদ। পঞ্জাবের মোগা জেলার খুখারনাতে বোনের হয়ে প্রচার সারেন সোনু। জনতার সঙ্গে সরাসরি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।

দাদা অভিনেতা হলেও বোন মালবিকা অভিনয়ের দিকে যাননি। তিনি সমাজ সেবার সঙ্গে যুক্ত থেকেছেন। একটি সেকেন্ডারী স্কুল চালানোর পাশাপাশি IELTS এর ইংরেজি শিক্ষার কোচিং ক্লাসও করান তিনি। দুঃস্থ শিশুদের বিনামূল‍্যে শিক্ষাদানের পাশাপাশি তাদের বই ও অন‍্যান‍্য দরকারি জিনিসপত্রও বিতরণ করেন। গত সাত বছর ধরে সমাজ সেবার কাজে যুক্ত রয়েছেন মালবিকা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর