বাংলা হান্ট ডেস্ক: বিশ্বকাপ শেষে তার অবসর নাওয়া নিয়ে তুমুল জল্পনা চলেছিল ক্রিকেট মহলে এবং ভক্তদের মধ্যেও। কিন্তু ধোনি সেই বিষয় না বাচক ইঙ্গিতই দিয়েছেন। আগামীকাল ক্যারিবিয়ান সফরের দল ঘোষণা করা হবে। তার আগে খবর এলো, ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজেথেকে থাকবেন না মহেন্দ্র সিং ধোনি।কিন্তু দল ছাড়ছেন না তিনি। দলে থেকেই ট্রানজিশন ফেজে টিম ইন্ডিয়াকে সাহায্য করবেন আগামী দিনের জন্য।অর্থাৎ প্রথম একাদশে খেলবেন না তিনি।বরং ঋষভ পন্থের মেন্টর হিসেবে আগামী দিনে থাকবেন মাহি। বোর্ড সূত্রের খবর,নিজের পরবর্তী তে দলকে তৈরি করে তারপরই ক্রিকেট থেকে সরবেন ধোনি। তার আগে নয়।