ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল! কানাডায় কোম্পানি বন্ধের ঘোষণা আনন্দ মহিন্দ্রার! কর্মহীন একাধিক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারত (India) ও কানাডার (Canada) মধ্যে সম্পর্ক ক্রমশ অবনতি ঘটে চলেছে। সেই দেশের মাটিতে খালিস্তানি জঙ্গি হত্যার ঘটনায় এখন তলানিতে দুই দেশের সম্পর্ক। দীর্ঘদিন ধরে ভারত অভিযোগ করেছে, কানাডার মাটিতে খালিস্তানপন্থী জঙ্গিগোষ্ঠীর রমরমা বাড়ছে, অতি সহজেই কুখ্যাত সমস্ত অপরাধীর রাজশাহী দেশে এটা নাগরিকত্ব পেয়ে যাচ্ছে। কানাডার মাটিকে ভারতবিরোধী কাজের জন্য ব্যবহারও করা হচ্ছে এমন কথাও ভারত জানিয়েছিল। কিন্তু লাভ হয়নি, ফলে বর্তমানে, ভারত এবং কানাডার মধ্যে তীব্র ঠান্ডা লড়াই চলছে।

এরই মধ্যে আনন্দ মাহিন্দ্রা একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। কানাডায় অবস্থিত তাদের কোম্পানিটিতে তালা লাগিয়ে সেই দেশকে একটি বড় শিক্ষা দিয়েছে তার কোম্পানি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। তাদের তরফ থেকে আজ জানানো হয়েছে যে এটি কানাডা ভিত্তিক কোম্পানি রেশন অ্যারোস্পেস কর্পোরেশনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। মাহিন্দ্রার কাছে এই কোম্পানির ১১.১৮ শতাংশ ছিল। সম্প্রতি সংস্থাটি স্বেচ্ছায় বন্ধের জন্য আবেদন করেছিল। তাদের এই সিদ্ধান্তের পরে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ারগুলি তীব্রভাবে পড়ে গেছে৷ এই ঘটনা ভারত এবং কানাডার ব্যবসায়ী মহলের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। একাধিক ভারতীয় কোম্পানির বিনিয়োগ রয়েছে সেই দেশে। ভারতের মাটিতে অনেক কানাডার কোম্পানি ব্যবসা করছে।

কী বলেছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা?
মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা শেয়ারবাজারে দেওয়া তথ্যে জানিয়েছে যে রেসন অ্যারোস্পেস কর্পোরেশনের কাজ বন্ধ করে দেওয়ার কারণে প্রয়োজনীয় নথি কানাডা কর্পোরেশন থেকে গত বুধবার গ্রহণ করা হয়েছে। এই বিষয়টির বিজ্ঞপ্তি তাদের কোম্পানির কাছে এসে পৌঁছে গিয়েছে। সংস্থাটি জানিয়েছে যে এর পরে ওই কোম্পানিটি তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তারা আরও জানিয়েছে কোম্পানিটির কাছে থাকা ক্লাস সি শেয়ারের জন্য মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা প্রায় ৩০ কোটি টাকা পাবে।

কোম্পানির শেয়ার পতন হয়েছে:
রেশন অ্যারোস্পেসের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্তের পরে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ারগুলি তীব্রভাবে নেমে গিয়েছে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ার বাজার বন্ধ হওয়ার ১০ মিনিট আগে ৩ শতাংশ পতনের সাথে ১৫৮৪ টাকায় বন্ধ হয়েছে। অথচ কোম্পানিটির শেয়ারমূল্য একদিন আগেও ছিল ১৬৩৪.০৫ টাকা।

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার ব্যাপ্তি:
মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড ভারতের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে একটি।আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম ট্রাক্টর প্রস্তুতকারক সংস্থা হিসেবেও পরিচিত পায় তারা। এটি ২০১৮ সালে ফরচুন ইন্ডিয়া ৫০০-র বিচারে ভারতের সকল কোম্পানিগুলির মধ্যে তালিকায় ১৭ তম স্থানে ছিল।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর