মাহিন্দ্রা লঞ্চ করল মাত্র ৬০ কেজির দুর্দান্ত ইলেকট্রিক বাইক! অবাক করে দেবে এটির লুক এবং ফিচার্স

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যত দিন এগোচ্ছে ততই বৈদ্যুতিক যানবাহনের (Electric Vehicles) প্রতি আকৃষ্ট হচ্ছেন সকলে। মূলত, জ্বালানির ক্রমবর্ধমান খরচ এবং পরিবেশ দূষণের কথা মাথায় রেখেই EV কেনার পথে হাঁটছেন অনেকে। এমতাবস্থায়, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক দুর্দান্ত বৈদ্যুতিক যান বাজারে নিয়ে আসছে প্রস্ততকারী সংস্থাগুলি।

ঠিক সেই রেশ বজায় রেখেই এবার Mahindra & Mahindra-এর Pininfarina কোম্পানি একটি দুর্দান্ত ইলেকট্রিক বাইক সামনে এনেছে। যেটি ইতিমধ্যেই গ্রাহকমহলে তুমুল আগ্রহের সৃষ্টি করেছে। এই বৈদ্যুতিক বাইকের ডিজাইনটিতে ৮০-র দশকে চলমান বাইকের মত রেট্রো লুকটিকে বজায় রাখা হয়েছে। পাশাপাশি, বাইকটিতে একাধিক উন্নত ফিচার্সও উপলব্ধ রয়েছে।

বৈদ্যুতিক বাইকের রেট্রো এবং ক্লাসি লুক: প্রথমেই জানিয়ে রাখি যে, Pininfarina কোম্পানির ডিজাইন করা এই বৈদ্যুতিক বাইকটির নাম হল Easing PF 40। মূলত, এই বাইকের মোপেডটি ডাচ কোম্পানি Eysing ডিজাইন করেছে। এদিকে, এই বৈদ্যুতিক বাইকটি ইউরোপিয় দেশগুলিতে লাইসেন্স ছাড়াই রাস্তায় চালানো যেতে পারে। পাশাপাশি, Easing PF 40-র সর্বোচ্চ গতি হল ৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা।

Easing PF 40 ইউরোপিয় দেশগুলিতে বিভিন্ন মডেলের সাথে লঞ্চ করা হয়েছে। যেগুলির দাম রয়েছে ৭,০৭০ ইউরো থেকে ১৩,৭৮০ ইউরোর মধ্যে। অপরদিকে, ভারতীয় বাজারে এই ইলেকট্রিক বাইকের দাম রাখা হয়েছে ১২ লক্ষ টাকা। মূলত, এই বাইকে একটি রেট্রো এবং ক্লাসি লুক পাওয়া যায়। এর সাথে, বাইকটিতে এলইডি হেডলাইট এবং ভার্টিক্যাল রিবড টায়ারও রয়েছে।

cdb2c6c4fd (1)

জানা গিয়েছে যে, Easing PF 40 বৈদ্যুতিক বাইকটি সম্পূর্ণ চার্জ হতে ৮ ঘন্টা সময় নেয়। যদিও, এই বাইকটি ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে ৪ ঘন্টার মধ্যেও সম্পূর্ণ চার্জ করা যায়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, Easing PF 40 বাইকটির ওজন হল মাত্র ৬০ কেজি। যা সহজেই ১১০ কেজি ওজন বহন করতে পারে। তবে, এই ইলেকট্রিক বাইকটি ভারতে কবে লঞ্চ হবে সে সম্পর্কে এখনও কোনো অফিসিয়াল বিবৃতি প্রকাশ করা হয়নি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর