বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী তথা শাহরুখ খানের ‘রইস’ ছবির নায়িকা মাহিরা খান (mahira khan) এবার আক্রান্ত হলেন করোনা ভাইরাসে। সোশ্যাল মিডিয়ায় নিজেই এ কথা প্রকাশ করেন মাহিরা। নিজেকে কোয়ারেন্টাইন করে নিয়েছেন মাহিরা।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই খবর জানিয়ে মাহিরা লেখেন, ‘আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। আমি আইসোলেশনে রয়েছি ও গত কয়েক দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তাদেরও জানায়েছি। সময়টা কিছুটা কঠিন গিয়েছে কিন্তু সব তাড়াতাড়িই ঠিক হয়ে যাবে। নিজের ও অপরের সুরক্ষার জন্য দয়া করে মাস্ক পরুন ও সব নিয়ম মেনে চলুন।’ মাহিরা অনুরাগীদের থেকে ছবির পরামর্শও চান।
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন মাহিরা খান। তবে বলিউডের ‘রইস’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল শাহরুখ খানের নায়িকা হিসাবে। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল রইস। তবে বক্স অফিসে তেমন সাড়া জাগাতে পারেনি এই ছবি।
https://www.instagram.com/p/CIusck_BPBa/?igshid=1hd1fucmqg6gu
এরপর ফের একবার সংবাদ শিরোনামে উঠে আসেন মাহিরা খান। নিউ ইয়র্কের রাস্তায় রণবীর কাপুরের সঙ্গে ধূমপানরত অবস্থায় ক্যামেরাবন্দি হন মাহিরা। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় সেই ছবি। তুমুল ভাইরাল হয়েছিল রণবীর ও মাহিরার একত্রে ছবি। এমনকি পাকিস্তানেও জোর সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে।
ফের একবার কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়েও মুখ খুলতে দেখা গিয়েছিল মাহিরা খানকে। তাঁর বক্তব্য ছিল, ভারতের এই পদক্ষেপে ক্ষতিগ্রস্ত হবে কাশ্মীরবাসীরা। এরপরেই নেটদুনিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় মাহিরাকে। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো উচিত নয় তাঁর, একথাই অভিনেত্রীকে মনে করিয়ে দেন নেটপাড়াবাসীরা।