ঠোঁটে সিগার, হাতে শ্যাম্পেনের গ্লাস! শশী থারুরের সঙ্গে ছবি ভাইরাল হতেই রেগে অগ্নিশর্মা মহুয়া

বাংলা হান্ট ডেস্ক : নীল সোফার উপর সবুজ পরী হয়ে বসে রয়েছেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। হাতে ধরা রয়েছে শ্যাম্পেনের গ্লাস, ঠোঁটে ধরা সিগারেট। দেদার খানাপিনার মাঝে তৃণমূল সাংসদকে সঙ্গ দিচ্ছেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Sashi Tharur)। কোথাও বা আবার সুখটান দিচ্ছেন একসাথে‌। সম্প্রতি এমনই কিছু ছবি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দুই সাংসদের এইসব ভাইরাল ছবি দেখে নানা ধরণের প্রশ্ন উঁকি দিচ্ছে নেটিজনদের মনে।

সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদের এইসব ছবি দেখে বেশ ভালোরকম ট্রোলিং চলছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই গোটা বিষয়টাতে বিরোধীদলকেই দোষারোপ করছেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের সাংসদের দাবি, এই ছবিগুলি নাকি সব এডিটেড। প্রতিটি ছবিই ক্রপ করে এডিট করা হয়েছে। তার ভাবমূর্তি নষ্ট করার জন্যই নাকি এই প্রয়াস।

 

সাংসদের দাবি, এটি একটি নৈশভোজের ছবি। যেখানে তিনি এবং শশী থারুর ছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন। তবে এডিট করে সেই সবার ছবিকেই বাদ দিয়ে কেবল তাদের ছবি দুটিকেই রাখা হয়েছে। পাশাপাশি ধূমপানের বিষয়টাকেও তিনি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, তার তো স্মোকিংয়ে অ্যালার্জি রয়েছে‌। এই সিগারেটটি কেবলমাত্র ছবি তোলার জন্যই হাতে ধরেছিলেন।

 

এইদিন মহুয়া মৈত্র নিজের টুইটার (অধুনা এক্স) অ্যাকউন্ট থেকে একটি পোস্ট করে লেখেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করছে বিজেপি। তার এইসব ছবি বিজেপির IT সেলের কারসাজি। মহুয়ার কথায়, ‘আমি হতবাক, আমার ব্যক্তিগত জীবনের ছবি BJP IT সেল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে। ট্রোল সেনার কাণ্ড এটা। ক্রপ করেছেন কেন ছবিটা? নৈশভোজে আরও যারা ছিলেন, তাঁদের ছবিও পোস্ট করুন। বাঙালি মহিলাদেরও একটা জীবন আছে। এটা মিথ্যা নয়।’

মহুয়ার ওয়ান পিস পরা নিয়ে কথা উঠলে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ‘আমি সাদা ব্লাউজের থেকে সবুজ ড্রেস বেশি পছন্দ করি।’ পাশাপাশি আরো এক অভিযোগ উঠেছে মহুয়ার বিরুদ্ধে। ব্যবসায়ী দর্শন হিরনানদানির থেকে অর্থ এবং উপহার নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগে অভিযুক্ত হলেন কৃষ্ণনগরের সাংসদ। এরপরেই BJP সাংসদ নিশিকান্ত দুবে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে মহুয়া মৈত্রকে সাংসদ পদ থেকে বরখাস্ত করার কথা বলা হয়েছে। একই বিষয়ে আইনজীবী অনন্ত দেহাদরিও CBI প্রধানকে চিঠি দিয়েছেন।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর