বাংলা হান্ট ডেস্ক : মেঘালয় (Meghalaya) এখন পাখির চোখ তৃণমূল কংগ্রেসের। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) একাধিক সভা করেছে পাহাড় রাজ্যে। দলের প্রতিটি জনসভাতেই অসংখ্য মানুষের সমাগম দেখে খুশির বার্তা কালীঘাটে। এরই মধ্যে মেঘালয় পৌঁছে গেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি বাংলাহান্টের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানালেন কতটা আশাবাদী দল।
মহুয়া মৈত্রর এক্সক্লুসিভ সাক্ষাৎকার যথা সম্ভব তুলে দেওয়া হল।
সাংবাদিক : গতকাল মেঘালয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছেন। সেই সভায় কার্যত জন জোয়ার। এবং আপনি যতগুলো সভা করোছেন গারো পাহাড়ে সবগুলোতেই উপচে পড়া ভিড়। এত কম সময়ে এতটা বেশি সমর্থন পেয়ে আপনি কতটা আপ্লুত?
মহুয়া : আমরা খুবই খুশি। মানুষ পরিবর্তন চায়। আমরা একটা বিকল্প নিয়ে এসেছি মানুষের সামনে। তাই আমরা আশাবাদী। পাহাড় আমাদের নিরাশ করবে না৷
সাংবাদিক : গারো, খাসি, জয়ন্তীয়া এই তিনটি বিভাগ রয়েছে। তৃণমূল গারোতে যতটা বেশও জনপ্রিয়, খাসি বা জয়ন্তুীয়ায় নয়। এটা কতটা বেশি প্রভাব ফেলবে তৃণমূলের এবারের ভোট কাটার ক্ষেত্রে।
মহুয়া : প্রত্যেকটি রাজনৈতিক দলই চায় ভালো ফল করতে। সবাই একজায়গায় না একজায়গায় দুর্বল থাকে। তৃণমূলেরও দুর্বল জাগা রয়েছে। তবে আমরা আশা করি এবার আমরা ভালো করবো।
দিন কয়েক মেঘালয়ের জনসভা থেকে বাংলার মতো লক্ষ্মীর ভাণ্ডার সহ ছাত্রদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী সহ একাধিক পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মেঘালয়ে তৃণমূল সরকার গড়লে মহিলাদের ক্ষমতায়ন, যুবদের কর্মসংস্থানের ব্যবস্থা করব।’ বাংলার মতো মেঘালয়ের মহিলাদেরও মাসে ১ হাজার অর্থাৎ বছরে ১২ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড।
আবার বাংলায় তৃণমূল সরকারের কাজের সঙ্গে মেঘালয়ের এনপিপি-বিজেপি জোট সরকারের কাজের পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে একহাত নেন তিনি। এপ্রসঙ্গে মেঘালয়ে বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজের সংখ্যা তুলে ধরে অভিষেক বলেন, ‘বাংলার মতোই মেঘালয়কে দেখব। একটা সুযোগ দিন। আগামী ৫ বছর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে তৃণমূলকে আনুন।’ শীঘ্রই মেঘালয় নির্বাচনের জন্য ইস্তাহার প্রকাশ করা হবে এবং সেখানেই তৃণমূলের প্রতিশ্রুতি তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।