বাংলা হান্ট ডেস্ক : নাম ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচার শুরু করেছেন কৃষ্ণনগরের (Krishnanagar) তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র (Mahua Moitra)। প্রচারের কাজে তিনি এতটাই ব্যস্ত যে ED-র তলবকেও অগ্রাহ্য করেছেন। সাফ জানিয়েছেন, প্রচারে ব্যস্ত থাকার কারণে তিনি দিল্লি যেতে পারবেননা। মূলত কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়কে টক্কর দেওয়ার জন্য কোনও কসরতই বাকি রাখছেন না তিনি।
কৃষ্ণনগরবাসীর মন জয় করার জন্য সমস্ত চেষ্টাই করে চলেছেন তিনি। তবে তাতেও বোধহয় চিঁড়ে ভিজলনা। কারণ শুক্রবার প্রচারে বেরিয়েই গো ব্যাক স্লোগানের মুখে পড়লেন মহুয়া। দলীয় কর্মীদের বিরোধীতা দেখে কার্যত হতভম্ব খোদ মহুয়া। পরিস্থিতি এমনই যে নিজের মেজাজও ঠিক রাখতে পারলেন না তিনি। শেষমেষ পুলিশের মধ্যস্ততায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার কৃষ্ণনগরের চাপড়া বিধানসভা এলাকায় প্রচারে বেরিয়েছিলেন মহুয়া। হুডখোলা জিপে চলছিল প্রচার। লাল শাড়িতে নিজেকে সাজিয়েছিলেন মহুয়া। তবে তাল কাটল চাপড়া ১ নং ব্লক এলাকায় আসতেই। আচমকা তৃণমূলের কর্মী সমর্থকরাই ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। আর তাতেই মেজাজ হারালেন মহুয়া। হুমকিও দিয়ে বসেন কিছু জনকে।
আরও পড়ুন : বলে জোর নেই, বরবাদ সিরাজের কেরিয়ার! T20 বিশ্বকাপে BCCI-র নেক নজরে এই বোলার
বাকবিতণ্ডা তুঙ্গে উঠতেই ঘটনাস্থলে উপস্থিত কিছু ব্যক্তি তা মোবাইলে রেকর্ড করতে থাকেন। তাতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন মহুয়া। মাইক্রোফোন হাতে মহুয়া ধমক দিয়ে বলে ওঠেন ‘ভিডিওটা বন্ধ করুন’। রীতিমত হুমকির সুরে বলে ওঠেন, ‘ভিডিওটা বন্ধ করবেন নাকি আমি কিছু করব?’ যদিও প্রচারের সময় মহুয়ার বিরুদ্ধে কে বা কারা ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন তা এখনও জানা যায়নি। তবে মহুয়ার এই বাচনভঙ্গি নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।