৪১ হাজার টাকার টি-শার্ট বিতর্কে রাহুলের পাশে মহুয়া মৈত্র, হুঁশিয়ারি বিজেপিকে

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে গোটা দেশজুড়ে কংগ্রেসের (Congress) ‘ভারত জোড়ো অভিযান’ এবং সেই কর্মসূচিতে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ৪১ হাজার টাকার টি-শার্ট বিতর্ক ইস্যুতে সরগরম রাজনীতি। এই প্রসঙ্গে বিজেপির (Bharatiya Janata Party) অভিযোগ এবং অন্যান্য বিরোধী দলগুলোর পাল্টা অভিযোগ মাঝে ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি আর এবার এ বিষয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। বিজেপিকে লাইন ক্রস না করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্র সরকারের বিরুদ্ধে চলা কংগ্রেসের কর্মসূচিতে রাহুল গান্ধীর দামি পোশাক নিয়ে সরগরম হয়ে ওঠে গোটা দেশ। রাহুল গান্ধীর একটি ছবির সঙ্গে অনলাইনে Burberry কোম্পানির টি-শার্টের ছবি তুলে ধরে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে বিজেপি; যেখানে ক্যাপশন থাকে, “ভারত দেখো”। রাহুলের টি-শার্টটি ৪১০০০ টাকার বলে অভিযোগ করে বিজেপি।

যদিও তার কয়েক মুহূর্তের মধ্যেই কংগ্রেসের তরফ থেকে পাল্টা কটাক্ষ ছুড়ে দেওয়া হয় বিজেপির দিকে। তাদের পোস্টের প্রতিবাদে কংগ্রেস একটি টুইট করে লেখে, “ভারত জোড়ো যাত্রা দেখে বিজেপি ভয় পেয়ে গিয়েছে। সেই জন্য এসব অভিযোগ করে চলেছে। বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি হলো বিষয়। এর মধ্যেই কথা বলুন আর যদি রাহুল গান্ধীর পোশাক নিয়ে আলোচনা করতে হয়, তবে নরেন্দ্র মোদীর ১০ লাখ টাকার Suit এবং দেড় লাখ টাকার চশমা নিয়ে আলোচনা হোক।”

এই ইস্যুতে এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পাশেই দাঁড়িয়েছেন মহুয়া মৈত্র। তিনি বলেন, “বিরোধীদের ব্যক্তিগত পোশাক এবং তাদের জিনিসপত্র নিয়ে মন্তব্য করে চলেছে বিজেপি। তারা যাতে এই ঘটনা না ঘটায়, সে বিষয়ে পরামর্শ দিচ্ছি। কারণ, আমরা যদি ওদের পেন, জুতো, ঘড়ি, আংটি এবং জামা নিয়ে মন্তব্য করতে শুরু করি, তাহলে ওরা ওদের শুরু করা খেলার জন্য অনুতপ্ত হবে।”

প্রসঙ্গত, সম্প্রতি সংসদে মহুয়া মৈত্রর ‘ব্যাগ’ বিতর্ক নিয়ে একইভাবে উত্তাল হয়ে ওঠে দেশের রাজনীতি; যেখানে তৃণমূল সাংসদের লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে একের পর এক কটাক্ষ ছুড়ে দেয় বিজেপি।

jpg 20220909 184854 0000

মহুয়া মৈত্রর পাশাপাশি এদিন শিবসেনা এবং অন্যান্য একাধিক বিরোধী দলগুলি রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছে। মূলত দুর্নীতি এবং মূল্যবৃদ্ধির ইস্যুগুলি থেকে মানুষের নজর সরানোর জন্যই বিজেপি দ্বারা এহেন চক্রান্ত করা হয়ে চলেছে বলে দাবি সকলের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর