“আমি মাঙ্কি বাত শুনিনি….”, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে কটাক্ষ করে টুইট মহুয়া মৈত্রর

বাংলাহান্ট ডেস্ক : তিনি কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ‘মন কি বাত’ শোনেননি। এর জন্য তিনি কি শাস্তির মুখে পড়বেন? তৃণমূলের লোকসভার সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) অকপটে সেই কথা জানতে চাইলেন। তৃণমূল সাংসদ শুক্রবার সকালবেলা টুইট করে এই কথা লিখেছেন। এমনকি প্রধানমন্ত্রীর মান কি বাত অনুষ্ঠানকে “মাঙ্কি বাত” বলেও কটাক্ষ করেছেন তিনি।

৩৬ জন নার্সিং পড়ুয়া প্রধানমন্ত্রীর মান কি বাত অনুষ্ঠান না শোনার জন্য শাস্তি পেয়েছেন। এই খবর প্রকাশ্যে আসার পর শোরগোল শুরু হয়। সেই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র টুইট করেছেন। টুইটে তিনি লিখেছেন, “আমি মাঙ্কি বাত শুনিনি। একবারও নয়। কখনও নয়। আমাকেও কি শাস্তি দেওয়া হবে? আমাকে এক সপ্তাহের জন্য বাড়ি থেকে বেরতে দেওয়া হবে না ? এবার সত্যি এ নিয়ে দুশ্চিন্তা হচ্ছে।”

প্রধানমন্ত্রীর অনুষ্ঠান না শোনার জন্য নার্সিং পড়ুয়াদের শাস্তির মুখে পড়তে হয়েছিল। মহুয়া মৈত্র সেই ঘটনার প্রতিবাদ এভাবেই করলেন আজ। গত ৩০শে এপ্রিল ছিল প্রধানমন্ত্রীর মান কি বাত অনুষ্ঠানের ১০০ তম পর্ব। সেই অনুষ্ঠান প্রচার করা হচ্ছিল বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিজেপি কার্যালয়গুলোতে। চণ্ডীগড়ে পিজিআইএমইআর-এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং এডুকেশনেও এই অনুষ্ঠান শোনানোর ব্যবস্থা করা হয়।

কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে প্রথম ও তৃতীয় বর্ষের পড়ুয়াদের এই অনুষ্ঠান শোনা বাধ্যতামূলক বলে জানানো হয়। কিন্তু জানা গেছে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান শোনার জন্য ওই দিন ৩৬ জন পড়ুয়া নির্দিষ্ট জায়গায় উপস্থিত হননি। এরপর এই ছাত্রীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কড়া ব্যবস্থা নেয়। জানানো হয় অনুষ্ঠানে অনুপস্থিত পড়ুয়ারা এক সপ্তাহ হোস্টেলের বাইরে পা রাখতে পারবেন না।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর