গুড্ডুজি, বাঙালি মেয়েরা রোমিওদেরও পছন্দ করে! যোগীকে টুইটে খোঁচা মহুয়ার

বাংলাহান্ট ডেস্কঃ সারা দেশের বিভিন্ন প্রান্তের নেতাদের এনে তৃণমূল (TMC) সরকারকে উৎখাতের ডাক দিচ্ছেন গেরুয়া শিবির। সম্প্রতি সেই প্রচারে এসে যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন বিজেপি (BJP) বাংলায় ক্ষমতায় এলে ‘গায়েব’ হয়ে যাবে তৃণমূলের দুষ্কৃতীরা। সেই তিনি এবার চাপদানিতে প্রচারে এসে এদিন তিনি বললেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে গড়া হবে ‘অ্যান্টি রোমিয়ো স্কোয়াড’।

এবার তাঁর ‘অ্যান্টি রোমিয়ো’ স্কোয়াড’ গড়া নিয়ে কটাক্ষ করলেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra)। তিনি এদিন টুইট খোঁচায় যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) বিঁধে লিখেছেন, ‘আমরা বাঙালিরা মন থেকেই মানুষকে ভালোবাসি, আমরা আমাদের গান, কবিতা, মিষ্টি এবং আমাদের রোমিওদের ভালোবাসি। উল্লেখ্য, তৃণমূল সাংসদের এদিনের যোগী আদিত্যনাথকে গুড্ডূজি বলে সম্মোধন নজর কেড়েছে নেটিজেনদের। আজকের টুইট খোঁচায় প্রতিটি লাইনে যোগীকে আক্রমণ শানিয়েছেন মহুয়া মৈত্র।

প্রসঙ্গত বৃহস্পতিবার বৈদ্যবাটিতে যোগী আদিত্যনাথ, ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’ (Anti Romeo Squad)  তৈরির কথা ঘোষণা করেন। তিনি বলেছিলেন ‘বাচ্চা মেয়েদের স্কুলের সামনে যে সব গুণ্ডারা ঘুরে বেড়ায়, তাঁদের জন্য স্কুলের বাইরে ঘুরবে অ্যান্টি রোমিও স্কোয়াড।’ যা সামাজিক মাধ্যমে চর্চার মূল বিষয় হয়ে উঠেছিল মুহূর্তের মধ্যে। যা নিয়ে যুবসমাজও পোষণ করছে এক একধরনের মত।

উল্লেখ্য, নিজের রাজ্যের ‘ঢঙে’ যোগী আদিত্যনাথের এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অ্যান্টি রোমিও স্কোয়াড গঠনের কথা জানাতেই বুদ্ধিজীবী মহল গর্জে উঠেছে। জানিয়ে দি, ২০১৭ সালে উত্তর প্রদেশে এই অ্যান্টি রোমিও স্কোয়াড গঠন করেছে যোগী সরকার। এই দলে দুজন পুলিশ কর্মী থাকে, রাজ্যের যেখানে যেখানে মহিলারা হেনস্থার মুখে পড়ে, সেখানেই পাহারা দিতে থাকেন এই অ্যান্টি রোমিও স্কোয়াড। তদুপরি, উত্তরপ্রদেশে বাড়তে থাকে মহিলাদের উপর অত্যাচারের পরিসংখ্যান ঘিরে, অ্যান্টি রোমিও স্কোয়াড নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী শিবির।


সম্পর্কিত খবর