১৫ লাখের জন্য ৭ বছর ধরে অপেক্ষা করছি, একটু আপনিও করুন! ৩০ মিনিট দেরি নিয়ে বললেন মহুয়া মৈত্র

Published On:

বাংলাহান্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (narendra modi) আধ ঘণ্টা অপেক্ষা করানোয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (mamata banerjee) সমালোচনায় মুখর বিজেপি। পাল্টা জবাব দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (mahua moitro)। মুখ্যমন্ত্রীকে সমালোচনার জেরে ট্যুইটে সরাসরি আক্রমণ করলেন মহুয়া মৈত্র।

বিষয়টা হল- শুক্রবার ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তীতে দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও এদিন বাংলায় ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে আকাশপথে পরিদর্শনে যান। তবে একই এলাকায় থাকলেও, প্রধানমন্ত্রীর ডাকা রিভিউ বৈঠকে আধঘন্টা দেরীতে পৌঁছান মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে আধঘন্টা বসিয়ে রাখেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কারণ হিসেবে তিনি বলেন- সাগর দ্বীপ থেকে কলাইকুন্ডা পৌঁছতে মুখ্যমন্ত্রী প্রথমত ২০ মিনিট দেরী হয়। আর বাতাসের তাঁর হেলিকপ্টার আকাশেই কিছুক্ষণ চক্কর কাটছিল, সেই কারণে মুখ্যমন্ত্রী বৈঠকে পৌঁছতে কিছুটা দেরী হয়।

কিন্তু মুখ্যমন্ত্রীর এই আচরণের জন্য নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। বিজেপি সভাপতি জে পি নাড্ডা থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সকলেই মুখ্যমন্ত্রীর সমালোচনায় মুখর হন। এপ্রসঙ্গে অমিত শাহ বলেন, ‘আজকে মমতা দিদির এই আচরণ, সত্যই দুর্ভাগ্যজনক’।

একদিকে যখন বিরোধীরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছেন, তখন অন্যদিকে বিরোধীদের মুখের উপর পাল্টা জবাব দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ট্যুইটে তিনি লেখেন, ‘৩০ মিনিট অপেক্ষা করার জন্য এত হাঙ্গামা করছেন কেন আপনারা? ১৫ লক্ষ টাকার জন্য তো ৭ বছর ধরে অপেক্ষা করছে ভারতবাসী। টিকার জন্য মাসের পর মাসে অপেক্ষা করে রয়েছেন, এটিএমের বাইরে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিচ্ছেন। মাঝে মধ্যে আপনারাও একটু অপেক্ষা করুন’।

সম্পর্কিত খবর

X