বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (Bollywood) সবথেকে জনপ্রিয় এভারগ্রিন ছবিগুলির মধ্যে অন্যতম ‘ম্যায়নে পেয়ার কিয়া’ (maine pyaar kiya)। ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি এতটাই হিট হয়েছিল যে সলমন খান ও ভাগ্যশ্রী সকলের নিজেদের ঘরের লোকের মতো হয়ে উঠেছিলেন। সেই ছবিই ফের নতুন করে তৈরি হতে চলেছে বলিউডে যার জন্য অভিনেতা অভিনেত্রীদেরও নাকি বাছবিচার শেষ।
না, এখনো এই ছবি তৈরি শুরু হওয়ার ব্যাপারে কোনো খবর পাওয়া যায়নি। তবে ছবি তৈরি হোক বা না হোক সেখানে সলমন ও ভাগ্যশ্রীর চরিত্রে নতুন প্রজন্মের কোন অভিনেতা অভিনেত্রীকে পছন্দ তা জানিয়েছেন খোদ অভিনেত্রীই। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে ভাগ্যশ্রীকে প্রশ্ন করা হয়, ম্যায়নে পেয়ার কিয়ার রিমেক বানাতে হলে কোন অভিনেতা অভিনেত্রীকে কাস্ট করতে চাইবেন তিনি?
উত্তরে ভাগ্যশ্রী বলেন, আলিয়া ভাট খুবই ভাল অভিনেত্রী। ওঁর মধ্যে সরলতার পাশাপাশি দুষ্টুমিটাও আছে। এতগুলো ছবিতে অভিনয় করে ফেলেছেন কিন্তু এখনো শিশু সুলভ হাবভাবটা যায়নি আলিয়ার। তাই তাঁকেই এই ছবির জনৎ ভাল মানাবে বলে জানান ভাগ্যশ্রী। অপরদিকে সলমনের চরিত্রের জন্য তাঁর পছন্দ রণবীর সিংকে। কারণ তাঁর মতে এই মুহূর্তে রণবীর ছাড়া আর কোনো যোগ্য অভিনেতার নাম তাঁর আথায় আসেছে না।
ম্যায়নে পেয়ার কিয়ার পরেই বলিউড থেকে গায়েব হয়ে যান ভাগ্যশ্রী। সেই বিদায় জানিয়েছিলেন ইন্ডাস্ট্রিকে। আর এতদিন পর নিজের কাজের জায়গায় ফিরেছেন ভাগ্যশ্রী। ইতিমধ্যেই কঙ্গনা রানাওয়াতের থালাইভি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। আগামীতে প্রভাস ও পূজা হেগড়ের রাধে শ্যাম ছবিতে দেখা যাবে ভাগ্যশ্রীকে।
আপাতত রাজা ও রানি কী প্রেমকাহানির শুটিং করছেন রণবীর আলিয়া। দীর্ঘদিন পর পরিচালনায় ফিরেছেন করন। এতদিন স্রেফ তাঁর ধর্মা প্রোডাকশন ছবির প্রযোজনা করে এসেছে। এবার তিনি পরিচালিত করবেন রণবীর সিং আলিয়া ভাট জুটিকে। শুরু হয়ে গিয়েছে ছবির প্রথম অংশের শুটিং।ষ