বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশে জেলা পঞ্চায়েতের ক্ষমতা বদল হতেই নাম বদলানোর কাজ শুরু হয়েছে। এবার আলীগড় জেলার নাম বদলে হরিগড় রাখার প্রস্তাব পাস হয়েছে। পাশাপাশি মৈনপুরির নাম বদলে ময়ন ঋষির নামে রাখার প্রস্তাবও জেলা পঞ্চায়েতে পাস হয়েছে।
জেলা পঞ্চায়েতের বৈঠকে আলীগড়ের নাম বদলে হরিগড় রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। যা সর্বসম্মতিতে পাস হয়ে যায়। পাশাপাশি মৈনপুরি জেলা পঞ্চায়েতের নাম বদলানোর প্রস্তাবও পাস হয়েছে। আলীগড়ে জেলা পঞ্চায়েতের বোর্ড মিটিংয়ে দুজন সদস্য আলীগড়ের নাম বদলে হরিগড় রাখার প্রস্তাব দিয়েছিল। যা বাকি সদস্যরা সহজেই মেনে নেন, আর প্রস্তাবও পাস হয়ে যায়।
অন্যদিকে মৈনপুরি জেলা পঞ্চায়েতের সদস্যরা ময়ন ঋষির তপভূমি হওয়ার সুবাদে মৈনপুরির নাম বদলে ময়ন নগর রাখার প্রস্তাব দিয়েছিল। তবে কয়েকজন এই প্রস্তাবের বিরোধিতা করে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোটে এই প্রস্তাবও পাস হয়ে যায়।
জেলা পঞ্চায়েতে পাস হওয়া এই প্রস্তাবগুলি এখন সরকারের কাছে পাঠানো হবে। এরপর যোগী সরকার সিদ্ধান্ত নেবে যে, এই জায়গাগুলির নাম পরিবর্তন হবে কী না।