বাংলা হান্ট ডেস্ক : নিত্যযাত্রীদের দুর্ভোগ এখনও বাকি রয়েছে। সূত্রের খবর, হাওড়া-বর্ধমান (Howrah) কর্ড লাইনের বালিতে এবং হাওড়া-বর্ধমান মেন সেকশনে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। যে কারণে ফের একবার হয়রানির শিকার হবেন নিত্যযাত্রীরা। ইতিমধ্যেই যাত্রীদের সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করেছে রেল (Indian Railways)। বলা হয়েছে, আগামী ২২ এপ্রিল থেকে ২৯ জুন অবধি অর্থাৎ ৪৬ দিন ধরে চলবে এই কাজ।
রেল সূত্রে জানানো হয়েছে, বালিতে দ্বিতীয় বিবেকানন্দ সেতু তথা নিবেদিতা সেতুর এপ্রোচ রোডে ওভারব্রিজ ১৫এ রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে। টানা ৪৬ দিন ধরে কাজ চালাবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। যে কারণে আগামি ২২ এপ্রিল থেকে ২৯ জুন অবধি দৈনিক ১৫০ মিনিট ধরে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক থাকবে।
স্বাভাবিকভাবেই এতে ব্যহত হবে রেল পরিষেবা। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেলের মূখ্য আধিকারিক কৌশিক মিত্র। বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন ঘুরিয়ে দেওয়া হবে ব্যান্ডেল দিয়ে। যার জেরে মানুষের অসুবিধার কথাও স্বীকার করেছে পূর্ব রেল।
আরও পড়ুন : IPL-র দ্বিতীয় ধনী টিম, কোথা থেকে এত টাকা আয় করে KKR? চমকে দেবে শাহরুখের দলের সম্পদের পরিমাণ
রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২৩৭০ দেহরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেসকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে বর্ধমানে নিয়ে যাওয়া হবে। এছাড়াও ১২৩২৮ দেহরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেসটিও ব্যান্ডেল পথে ঘুরবে। অন্যদিকে ১৫২৭২ মুজফ্ফর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেসটিকেও ব্যান্ডেল পথেই ঘোরানো হবে। ওদিকে ০৩০৫১ হাওড়া-বর্ধমান মেমু ট্রেনটি যাবে ডানকুনি দিয়ে।