বাংলাহান্ট ডেস্কঃ করোনার আবহে গত এপ্রিল থেকেই বাংলার (West bengal) মানুষ বিনামূল্যে রেশন থেকে খাদ্য শস্য পাচ্ছে। প্রতিমাসে মাথা পিছু ৫ কেজি চাল এবং ১ কিলো গম দিয়ে ইতিমধ্যেই কেন্দ্র রাজ্য মিলিয়ে প্রায় ১০ কোটি মানুষকে খাদ্যশস্য দিয়েছে। তবে এবার থেকে বিনামূল্যের এই রেশন পরিষেবায় বদল ঘটতে চলেছে।
বদল ঘটছে রেশন ব্যবস্থায়
খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick) এই রেশন বিলি নিয়ে করলেন এক বড় ঘোষণা। তিনি জানালেন, ‘আগামী মাস থেকে রেশনের খাদ্য বিলিতে এক বদল ঘটবে। ৫ কেজি করে চাল দেওয়ায়, যে পরিবারে লোক সংখ্যা বেশি তারা বেশি পরিমাণে চাল পাচ্ছে। তাই সব দিক বিচার করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, যে আগামী মাস থেকে আর ৫ কেজি করে চাল দেওয়া হবে না’।
দেওয়া হবে গমও
তিনি জানিয়েছেন, ‘কেন্দ্র এবং রাজ্য মিলিতভাবে ঠিক করা হয়েছে, আগস্ট মাস থেকে গমও দেওয়া হবে রেশনে। গুদামে প্রায় ১,০০০ কোটি টাকা মূল্যের গম মজুত রয়েছে। এই জমে থাকা গম এখনই না বিলি করলে, তা নষ্ট হয়ে যাবে। তাই চালের পরিমাণ কিছুটা কমিয়ে গমও দেওয়া হবে। ২ কিলো চাল এবং ৩ কিলো গম বিনামূল্যে দেওয়া হবে’।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্প
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পের আয়ত্তায় চলতি বছরের নভেম্বরের শেষ অবধি ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার আয়ত্তায় মাথা পিছু ৫ কেজি করে চাল বা গম ও ১ কেজি করে ছোলা দেওয়া হবে প্রতি মাসে।