‘কোনও ক্রমে প্রাণে বেঁচে ফিরেছি”, পাঞ্জাবের ঘটনায় আক্ষেপ প্রধানমন্ত্রীর! বড়সড় সংঘাতের আশঙ্কা

বাংলা হান্ট ডেস্কঃ ফিরোজপুরে জনসভা করতে যাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় বড় ধরনের ত্রুটির কারণে কেন্দ্র ও পাঞ্জাব সরকারের মধ্যে সংঘাতের সম্ভাবনা বাড়ছে। সংবাদ সংস্থা এএনআই-এর মতে, ভাটিন্ডা বিমানবন্দরে, প্রধানমন্ত্রী অফিসারদের বলেছেন যে, ‘আমি জীবিত ফিরে আসতে পেরেছি তাঁর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে।”

সূত্রের খবর, পাঞ্জাব সরকার ফিরোজপুর ও ফরিদকোটের এসএসপিদের বরখাস্ত করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রক এই বিষয়ে পাঞ্জাব সরকারের কাছে রিপোর্ট চেয়েছে। এছাড়াও বিজেপি সভাপতি জেপি নাড্ডা টুইট করে পাঞ্জাব সরকারকে নিয়ে প্রশ্ন তুলেছেন।

নাড্ডা বলেছেন, এটা দুঃখজনক যে পাঞ্জাবের জন্য হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চালু করতে যাওয়া প্রধানমন্ত্রীর সফর বাধাগ্রস্ত হয়েছে। রাজ্য পুলিশকে জনগণকে সমাবেশে যোগ দেওয়া থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী চান্নিকে অভিযুক্ত করে নাড্ডা বলেন, এই সময়ে চান্নি ফোনে কথা বলতে বা সমস্যার সমাধান করতে রাজি হননি।

নাড্ডা বলেন, পাঞ্জাব সরকার এটিরও পরোয়া করেনি যে, প্রধানমন্ত্রীকে ভগৎ সিং এবং অন্যান্য শহীদদের শ্রদ্ধা জানাবেন এবং বড় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাঞ্জাবের কংগ্রেস সরকার দেখিয়েছে যে তারা উন্নয়ন বিরোধী। আর স্বাধীনতা সংগ্রামীদের প্রতিও তাঁদের কোনও সম্মান নেই। নাড্ডা বলেন, পরাজয়ের ভয়ে, পাঞ্জাবের কংগ্রেস সরকার প্রধানমন্ত্রীকে থামানোর জন্য সম্ভাব্য সব কৌশল প্রয়োগ করেছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর