ঘটে গেল বিরল মহাজাগতিক ঘটনা, এবছরের পর এমন চাঁদের দেখা মিলবে সেই ২০৪৩ সালে!

বাংলাহান্ট ডেস্ক : পূর্ণিমার রাতে আকাশে গোলাকার চাঁদের (Moon) দেখা মিলবে এ আর এমনকি ব্যাপার! তবে ২০২৪ সালের শেষ পূর্ণিমার চাঁদ ইতিমধ্যেই কৌতূহল সৃষ্টি করেছে মহাকাশ প্রেমীদের মনে। ২০২৪ সালের শেষ পূর্ণিমার রাতে যে চাঁদ উঠবে তাকে বলা হচ্ছে ঠান্ডা চাঁদ। আবার অনেকে এটিকে বরফ চাঁদ বলেও ডেকে থাকেন।

মেজর লুনার স্ট্যান্ডস্টিল (Major Lunar Standstill) মানেই কী বরফ চাঁদ?

তবে নামের সাথে এই চাঁদের কিন্তু মিল নেই। চাঁদকে যেমন গোলাকার দেখায় তেমনই দেখিয়েছিল এদিন। তবে এই পূর্ণিমার রাতের চাঁদ বহন করছে বিশেষ বৈশিষ্ট্য। ২০২৪ সালের পর ফের ২০৪৩ সালে দেখা মিলবে এই চাঁদের। ১৮ বছর ৬ মাস অন্তর দেখা মেলে ঠান্ডা চাঁদ বা বরফ চাঁদের। ২০২৪ সালের শেষ পূর্ণিমার চাঁদকে নিয়ে কেন এত উন্মাদনা স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগিয়েছে আপনাদের মনে।

Major Lunar Standstill

২০২৪ সালের পর ফের ১৮ বছর ৬ মাস বাদে ২০৪৩ সালে দেখা মিলবে এমন মহাজাগতিক দৃশ্যের। নিজ কক্ষপথে চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে (Earth)। কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে চাঁদ পৃথিবীর সাথে যেমন বিভিন্ন দূরত্বের সৃষ্টি করে, ঠিক তেমনই পরিবর্তিত হয় চাঁদের অবস্থান। এইভাবে প্রদক্ষিণ করতে করতে চাঁদ পৌঁছে যায় পৃথিবীর একদম দক্ষিণ বা উত্তর দিগন্তে।

আরোও পড়ুন : লোকসভায় এক দেশ এক ভোট বিল পেশ হওয়ার পর আসবে এই পরিবর্তন, জানলেই অবাক হবেন

ঠিক সেই ভাবেই প্রদক্ষিণ করতে করতে চাঁদ এবার পৌঁছে গেছে পৃথিবীর উত্তর দিগন্তে। মহাকাশ বিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় মেজর লুনার স্ট্যান্ডস্টিল (Major Lunar Standstill)। প্রতি ১৮ বছর অন্তর এভাবে চাঁদ উদয় হয় দিগন্ত ঘেঁষে। ২০২৪ সালের শেষ পূর্ণিমায় চাঁদের অবস্থান হতে চলেছে পৃথিবীর একদম উত্তর দিগন্তে।

full moon 759

তারপর ফের সেটি ধীরে ধীরে অবস্থান পরিবর্তন করে চলে আসবে দক্ষিণ দিগন্তে। চলতি বছর চাঁদকে যে স্থানে দেখা যাবে সেই স্থানে ফের চাঁদের দেখা মিলবে ২০৪৩ সালে। তাই মেজর লুনার স্ট্যান্ডস্টিল (Major Lunar Standstill) নিয়ে স্বাভাবিকভাবেই উন্মাদনা তৈরি হয়েছে মহাকাশ প্রেমীদের মনে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর