১৫ ফুট খাদে ঝুলছিলেন সহকর্মী, বাঁচাতে গিয়ে প্রাণ হারলেন মেজর পঙ্কজ পান্ডে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সঙ্গীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে গিয়েছিলেন মেজর পঙ্কজ পান্ডে (major pankaj pandey)। বৃহস্পতিবার গভীর রাতে গুয়াহাটি হাসপাতালে মারা যান মেজর পঙ্কজ পান্ডে। শনিবার আসামের লেখাপানিতে সামরিক সম্মান দিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয় মেজরের। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।

হরদই শহর সংলগ্ন মহোলিয়া শিবপাড়ের বাসিন্দা ব্যবসায়ী অবধেশ পান্ডের বড় ছেলে পঙ্কজ পান্ডে সেনাবাহিনীতে মেজর পদে নিযুক্ত ছিলেন। অরুণাচল প্রদেশের তাম্বোলাতে পোস্টিং ছিল তাঁর। পরিবার সূত্রে খবর, ১৯ শে জুলাই বিকেলে এক দুর্ঘটনায় পঙ্কজ গুরুতর আহত হয়েছেন বলে খবর পেয়েছিলেন তাঁরা।

খবর পেয়েই বাবা অবধেশ পান্ডে ছোট ছেলে আশিসকে নিয়ে গুয়াহাটি হাসপাতালে পৌঁছান। পঙ্কজের রেজিমেন্ট বি শিখের কর্মকর্তারা জানিয়েছিলেন, ১৯ শে জুলাই বিকেলে এক দুর্ঘটনায় পঙ্কজ গুরুতর আহত হয়েছেন। এদিন সকালে প্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় ডিউটি করার সময়, এক সঙ্গীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে যান পঙ্কজ।

অনেক চেষ্টা করে তাঁদের দুজনকে সেখান থেকে উদ্ধার করা হলেও, পঙ্কজের মাথা ও ঘাড়ে আঘাত লাগে। তাঁদের দুজনকেই গুয়াহাটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে পঞ্চজের অবস্থা আশঙ্কাজনক ছিল। এরপর তাঁর শেষকৃত্য করেন ভাই অমরিশ পান্ডে এবং ভিডিও কনফারেন্সিং-র মাধ্যমে পরিবারের সদস্যদের তা দেখানো হয়।

X