মর্মান্তিক দুর্ঘটনা পাকিস্তানে, ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় মৃত কমপক্ষে ৩০! আহত ৪০

বাংলা হান্ট ডেস্কঃপাকিস্তানের পাঞ্জাব প্রান্তে বাস আর ট্রাকের সংঘর্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে আর ৪০-র বেশী মানুষ আহত হয়েছেন। তাঁদের মধ্যে আবার ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের মধ্যে মহিলার আর বাচ্চারাও রয়েছে। এই দুর্ঘটনা মুজফরগড়ের ডেরা গাজি খানের পাশে তনুসা রোডে হয়েছে। দুর্ঘটনায় মৃতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

আহতদের পাশের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছনর আগেই ১৮ জনের মৃত্যু হয়েছে। বাকি আহতদের চিকিৎসা চলছে, অনেকেই অবস্থাই আশঙ্কাজনক।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বাসটি দ্রুত গতিতে চলছিল। জেলা আধিকারিক নইম আলম বলেন, বাসে মোট ৭৫ জন যাত্রী সওয়ার ছিলেন। তাঁদের মধ্যে বেশীরভাগই শ্রমিক ছিলেন। তাঁরা সবাই বকরি ঈদের ছুটি পালনের জন্য বাড়ি ফিরছিলেন। বাসটি শিয়ালকোট থেকে রাজনপুরের দিকে যাচ্ছিল। আপাতত উদ্ধারকাজ চলছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

পাকিস্তানের তথ্য সম্প্রচারন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী এই দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যুর কথা স্বীকার করেছেন। পাকিস্তানের পাঞ্জাব প্রান্তের মুখ্যমন্ত্রী উস্মান বুজদার ঘটনায় দুঃখ প্রকাশ করে মৃতদের প্রতি সমবেদনা জাহির করেছেন। উল্লেখ্য, পাকিস্তানে মাঝে মধ্যেই এমন দুর্ঘটনা হয়ে থাকে। বেশীরভাগ দুর্ঘটনা দ্রুত গতিতে থাকা বাহনের জন্য আর অশিক্ষিত চালকের জন্য হয়।

Koushik Dutta

সম্পর্কিত খবর