‘মোদিকে ৮ বছরের জন্য প্রধানমন্ত্রী বানিয়ে দিন”, আল্লাহর কাছে প্রার্থনা পাকিস্তানি যুবকের

বাংলা হান্ট ডেস্ক : বিপর্যস্ত পাকিস্তান (Pakistan)। আর্থিক সংকটে জেরবার, নেই খাদ্য, নেই জ্বালানি। আটা-ময়দার জন্য চলছে মারামারি। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (IMF) টাকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হাত তুলে নিয়েছে চিন (China), সৌদি আরবও (UAE)। হুমকি আসছে তালিবানের কাছ থেকে। এই পরিস্থিতিতে পাকিস্তানের এক যুবকের মুখে শোনা গেল কাতর আর্জি। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন নরেন্দ্র মোদিকে (Narendra Modi) যেন ৮ বছরের জন্য প্রধানমন্ত্রী করা হয়।

আজ বৃহস্পতিবার পাকিস্তানের এক বিখ্যাত সাংবাদিক নিজের টুইটার হ্যাণ্ডল থেকে একটি ভিডিও শেয়ার করেন। সেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক ভারতের সঙ্গে তাঁর নিজের দেশ পাকিস্তানের তুলনা করছেন। ওই ভিডিওতে তিনি আক্ষেপ করে বলছেন, ‘যদি পাকিস্তান তৈরিই না হত খুবই ভালো হত।’ ইমরান খান, বেনজির ভুট্টো, শহবাজ শরিফ কাউকে নয়, বরং পড়শি দেশ ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৮ বছরের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে চান ওই যুবক।

ভাইরাল হওয়া ভিডিও তে সাংবাদিক প্রশ্ন করছেন, ‘১৯৪৭ সালে পাকিস্তান যখন তৈরি হয়েছিল তখন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠত, কিন্তু আজ সেই স্লোগানের বদলে আওয়াজ উঠছে পাকিস্তান সে জিন্দা ভাগো, চাহে ইন্ডিয়া চলে যাও।’ অর্থাৎ বাঁচতে চাইলে পাকিস্তান থেকে পালাও, পারলে ভারতে চলে যাও। এর উত্তরে ওই যুবক বলেন, ‘আপনি ঠিকই বলছেন। পাকিস্তান ভারতের থেকে আলাদা না হলেই ভালো হত। সমগ্র ভারত পাকিস্তান এক হত।’

এই ভিডিওতে ওই যুবককে আরও বলতে শোনা যায়, ‘আজ আমরাও টমেটো ২০ টাকা কিলো, চিকন ১৫০ টাকা কিলো, প্রেট্রোল ১৫০ টাকা লিটার কিনতে পেতাম। আমাদের দুর্ভাগ্য যে আমরা এতদিন পর একটা দেশ পেলাম, কিন্তু সেটাও এতটা ব্যর্থ। এর থেকে অনেক ভালো তো মোদি। দেশের লোক তাঁকে কতটা মেনে চলে। আমাদের মোদিকে চাই। না আমাদের ইমরান খানকে চাই, না বেনজির ভুট্টো, না শহবাজ শরিফ। আমাদের তো মোদি চাই। তিনি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবেন।’

এরপরই সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনি ভারতের সঙ্গে এক হয়ে থাকতে পারবেন? মোদির শাসন মানতে পারবেন?’ এর উত্তরে ওই যুবক বলেন, ‘অবশ্যই পারব। নরেন্দ্র মোদি দারুণ মানুষ। তিনি তো আর কোনও খারাপ লোক নন?’ ওই যুবক আরও বলেন, ‘ভারতীয় মুসলিমরা ১৫০ টাকা কিলো চিকেন, ১৫০ টাকা লিটার পেট্রোল কিনছে। যখন রাতে আপনি আপনার সন্তানকে পেট ভরে খাবার দিতে পারবেন না, তখন ভাববেন আপনি কোন দেশে জন্মেছেন। আমি শুধু চাই ৮ বছরের জন্য মোদি আমাদের প্রধানমন্ত্রী হন, এবং আমাদের দেশকে সোজা করুন।’


Sudipto

সম্পর্কিত খবর